১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৮:৩৯

শিরোনাম
মারধরের মামলায় খুলনা জেলা কারাগারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী সত্যানন্দ দত্ত নতুন করারোপ ছাড়া কেসিসির ৭১৯ কোটি টাকার বাজেট ঘোষণা অশ্রুসিক্ত হৃদয়ে খুলনায় পালিত হলো ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলাম খুলনা ও বরগুনায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক-৩ খুলনায় মাদক ব্যবসায়ী কর্তৃক হয়রানী থেকে বাঁচতে ও তাদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন খুলনায় নারী-পুরুষ সম্পর্কিত প্রচলিত ভুল ধারণা মোকাবিলায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত খুলনায় ১৩ মাস বেতন না পেয়ে কর্মবিরতিতে আউটসোর্সিং কর্মচারীরা, অচল ৯ উপজেলার স্বাস্থ্যসেবা নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা উত্তরায় বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরী হটলাইন চালু

দেবহাটায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

প্রকাশিত: মে ৩০, ২০২৫

  • শেয়ার করুন

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় স্থান সখিপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা ময়দানে দেবহাটা উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ এই কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা ইউনিয়ন সার্চ কমিটির সদস্য মোখলেসুর রহমান এবং সঞ্চালনা করেন সার্চ কমিটির সদস্য শহিদুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন শেখ সিরাজুল ইসলাম, সাবেক আহ্বায়ক দেবহাটা উপজেলা বিএনপি ও জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য, মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য গোলাম ফারুক বাবু, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান, পারুলিয়া ইউনিয়ন পরিষদ, দোয়া ও আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক প্রজ্ঞা, শাসনকালীন সাহসিকতা, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা ও অর্থনীতিতে তাঁর অসামান্য অবদান তুলে ধরেন। তাঁরা বলেন, “শহীদ জিয়া কেবল একজন রাজনৈতিক নেতা নন, বরং তিনি ছিলেন দেশের সংকটকালে নির্ভীক, সাহসী ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। তাঁর রেখে যাওয়া আদর্শ আজও আমাদের পথ দেখায়।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেবহাটার পাঁচটি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, কর্মীরা এবং দেবহাটা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও সাংবাদিক মোঃ সিরাজুল ইসলাম, অনুষ্ঠানের শেষাংশে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত করেন, সখিপুর দাখিল ডিগ্রি মাদ্রাসা জামে মসজিদের সম্মানিত ইমাম হাফেজ মাওলানা মোঃ নাজমুল হুদার ।
দোয়ার সময় শহীদ জিয়ার রূহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় প্রার্থনা করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন