প্রকাশিত: আগস্ট ১১, ২০২৩
তথ্য প্রতিবেদক : রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮১ বাংলাদেশে ঘোষিত বজ্রপাত রক্ষায় সহায়ক তালগাছের চারা রোপন ও বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে আজ খুলনা বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের সম্মুখস্থ পুকুর পাড়ে তালগাছের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
এসময় উপাচার্য সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, তালের জন্মস্থান মধ্য আফ্রিকা বলে ধারণা হলেও অনেকে বলেন এটি আমাদের উপ-মহাদেশীয় বৃক্ষ। তিনি বলেন, তালগাছ একদিকে যেমন বজ্রপাত থেকে রক্ষা করতে সহায়ক, অন্যদিকে পরিবেশের উষ্ণতা রোধেও এর গুরুত্ব অপরিসীম। এই গাছ আগা সূচালো হওয়ায় বজ্রপাত রোধক হিসেবে আবাদ করা খুবই জরুরী। এছাড়া এ গাছের ফল ঔষধীগুণ সমৃদ্ধ। তিনি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমে সহযোগিতার আহবান জানান।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, খুলনা প্রেস ক্লাবের সভাপতি ও রোটারী জেলা ৩২৮১ এর এ্যাডিশনাল গভর্ণর এস এম নজরুল ইসলাম, দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মোহাম্মদ আলী সনি, খুবি’র প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) ও লেঃ গভর্ণর রোটিয়ান এস এম মনিরুজ্জামান, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা, উপ-রেজিস্ট্রার কৃষ্ণপদ দাস, ট্রেজারারের সচিব সুশান্ত কুমার বসু, রেজিস্ট্রারের সচিব হিমাদ্রী শেখর মন্ডল, উপাচার্যের ব্যক্তিগত সহকারী শেখ মঞ্জুর মোর্শেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং রোটারিয়ান ডিস্ট্রিক গভর্ণর এ্যাডভাইজার খন্দকার সাজ্জাদুল ইসলাম, মাহমুদুর রহমান কার্নি, আতিকুর রহমানসহ খুলনাঞ্চলের ৩৮টি রোটারি ক্লাবের প্রেসিডেন্টসহ অন্যান্য রোটারিয়ানবৃন্দ উপস্থিত ছিলেন।