আব্দুল আউয়াল মনি , ফকিরহাট(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের ফকিরহাটে আলোচিত ১০ বছরের শিশু ধর্ষনের ঘটনায় দায়েরকৃত মামলার অভিযোগপত্র পুলিশ আদালতে দাখিল করেছে। তবে গনধর্ষনের ওই ঘটনায় ফকিরহাট মডেল থানার পুলিশ আদালতে শুধুমাত্র প্রধান আসামী রবিউল সেখের নামই অভিযোগ এনেছে।
দায়েরকৃত মামলা ও ধর্ষনের শিকার ওই শিশুটির সঙ্গে কথা বলে জানা যায়, মায়ের সাথে ১০ বছরের ওই শিশু কন্যাটি ফকিরহাট বাজার সংলগ্ন ভৈরব নদীর চরের কাছে ওই এলাকার স্বভাব লম্পট রবিউলের বাড়িতে ভাড়া থাকত। মা দ্বিতীয় বিয়ে করায় তার স্বামীর বাড়ি বরিশালে অবস্থান করতো। গত ১১ জুলাই রাতে শিশুটিকে ঘরে একা পেয়ে রবিউল (২৫) ও তার শ্যালক ওসমান (১৬) ঘরে ডেকে নিয়ে মুখ চেপে ধর্ষন করে। পরবর্তিতে রক্তাক্ত অবস্থায় আটকে রাখে এবং ঘটনা কাউকে বললে জীবনে মেরে ফেলার হুমকি দেয়। ওই দিন দুপুরে শিশুটি স্থানীয়দের কাছে ঘটনাটি খুলে বললে ধর্ষকরা ঘরে তালা দিয়ে পালিয়ে যায়।
উল্লেখ্য, গত ১১ জুলাই গনধর্ষনের শিকার হয়েছিল ১০ বছরের ওই পিতৃহীন শিশুটি। ওই ঘটনায় সেসময় ফকিরহাট মডেল থানা পুলিশের এস আই বিভাস কুমার সাহার নেত্বতে একদল পুলিশ ভৈরব নদীর চর থেকে মৃত: তাঞ্জু শেখ এর পুত্র রবিউলকে আটক করে। ওই দিনেই তার বিরুদ্ধে থানায় ধর্ষন মামলা দায়ের হয় (মামলা নং-০৫)।
Leave a Reply