৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১২:৫০

শিরোনাম
ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান ইমাজেন ভেঞ্চারস পিচ ডে-তে বিজয়ী খুলনার তরুণ উদ্ভাবক দল আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি অগ্রাধিকার দেব : তারেক রহমান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “সিটিজেন ভয়েস এন্ড একশন” বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত খুলনা মহানগরীর ২৮নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ এর আয়োজনে লার্নিং রুটস/শিখন শিকড় কেন্দ্রের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে “হসপিটালিটি ম্যানেজমেন্ট ও কুলিনারি আর্টস” এর উপর কেরিয়ার কাউন্সিলিং এবং সহযোগি সংগঠনের সাথে মতবিনিময় সভা খুলনায় কারিগরি শিক্ষায় বেকার ও প্রতিবন্ধী যুবদের সম্পৃক্তকরণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত

মিলেমিশে এই অঞ্চলের আধুনিকায়নে কাজ করবো-মনিরুল হাসান

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করতে ও এলাকার অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়নের দায়িত্ব দিয়ে বিএনপি দলীয় প্রতিনিধি হিসেবে আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন দুঃখ দূর্রদশা লাঘব করতে। আমরা চাই জনসাধারণ তার প্রাপ্য অধিকার ফিরে পাক।

আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দিয়ে আপনারা আমাকে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করে মহান জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দিলে কয়রা-পাইকগাছা কে বানিজ্যিক অঞ্চলে প্রতিষ্ঠা করতে শুরু থেকেই কাজ করবো।

২৯ জানুয়ারী (বৃহস্পতিবার) কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম সানার সভাপতিত্বে ও সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় একাধিক উঠান বৈঠক সহ দিন ব্যাপী ধানের শীষ প্রতিকের গনসংযোগ অনুষ্ঠিত হয়।

তিনি আরো বলেন, আপনি ও আপনাদের আত্নীয় স্বজন পাড়া-প্রতিবেশিদের সকল ভোট আমার প্রাপ্য, তাই আপনারা আমাকে ভোট দিবেন এবং আমার জন্য ভোট প্রার্থনা করবেন। আমি নির্বাচিত হয়ে সকল কে সাথে নিয়ে মিলেমিশে এই অঞ্চলের আধুনিকায়নে কাজ করবো।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, কয়রা উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব ও কয়রা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ নূরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এম এ হাসান, জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান বেল্টু, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জিএম মাওলা বক্স্র, আবু সাঈদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুর রশিদ, যুগ্ম আহবায়ক ও যুবদলের আহবায়ক শরিফুল আলম, উপজেলা কৃষকদলের আহবায়ক এস এম গোলাম রসুল, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ।

এদিকে সকাল ১০টায় হিন্দু বৈদ্য যুব ছাত্র ও মতুয়া ঐক্য পরিষদের সাথে মতবিনিময় করেন, বেলা ১২টায় কয়রা সদরে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেন। বিকেলে বাগালী ইউনিয়নের ঘুঘরাকাটি উঠান বৈঠক করেন। রাতে কালনায় উঠান বৈঠক করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন