প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬

রামপাল প্রতিনিধ : বাগেরহাট-৩ (রামপাল–মোংলা) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল ৪টায় রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের কালেখারবেড় শহীদ মীনার চত্তরে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। রাজনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর হাফেজ জিএম ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বাগেরহাট-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ। তিনি তার বক্তব্যে বলেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থার বাংলাদেশ। রামপাল–মোংলার গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি আজীবন সংগ্রাম করে যাব।
বিশেষ অতিথির বক্তব্য দেন, বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. ইকবাল হোসাইন, রামপাল উপজেলা এনসিপির রামপাল উপজেলা সমন্বয়ক মো. মাজিদুর রহমান জুয়েল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলহাজ মল্লিক আব্দুল হাই, সেক্রেটারি মাওলানা জিহাদুজ্জামান জিহাদ, রাজনগর উপজেলা সাবেক ছাত্রশিবির সভাপতি মো. আসাদুজ্জামান আছাদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির সভাপতি আমিরুল ইসলাম, রাজনগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোল্লা মাহাবুবুর রহমান, বিনয় কৃষ্ণ রায়সহ স্থানীয় নেতৃবৃন্দ।
জনসভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। সভায় রাজনগর ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।