২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৩:১৪

শিরোনাম
ইমাজেন ভেঞ্চারস পিচ ডে-তে বিজয়ী খুলনার তরুণ উদ্ভাবক দল আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি অগ্রাধিকার দেব : তারেক রহমান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “সিটিজেন ভয়েস এন্ড একশন” বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত খুলনা মহানগরীর ২৮নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ এর আয়োজনে লার্নিং রুটস/শিখন শিকড় কেন্দ্রের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে “হসপিটালিটি ম্যানেজমেন্ট ও কুলিনারি আর্টস” এর উপর কেরিয়ার কাউন্সিলিং এবং সহযোগি সংগঠনের সাথে মতবিনিময় সভা খুলনায় কারিগরি শিক্ষায় বেকার ও প্রতিবন্ধী যুবদের সম্পৃক্তকরণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ”

৭১ বিরোধীরা ধানের শীষ ও আমাকে ভয় পায়-আব্দুর রউফ

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬

  • শেয়ার করুন

দেবহাটা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা–২ (সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ বলেছেন, সাতক্ষীরার উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষায় ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে দেবহাটা সদর ইউনিয়নের টাউন শ্রীপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় সভাপতিত্ব করেন দেবহাটা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান মাসুম এবং সঞ্চালনা করেন দেবহাটা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আলী রেজা।

আব্দুর রউফ বলেন, ৭১ বিরোধী জামায়াত ধানের শীষ প্রতীক ও আমাকে ভয় পায়। তাই ধানের শীষের সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা চলছে। এমনকি যারা মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন করেছেন, তাদেরও বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।

তিনি আরও বলেন, ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রের আন্দোলনে রাজপথে থাকার কারণে আমার একমাত্র সন্তান সেলিম গুমের শিকার হয়েছে। তবুও আমি আপস করিনি। জনগণের অধিকার আদায়ের সংগ্রাম থেকে কখনো সরে যাইনি।

এমপি নির্বাচিত হলে জনগণের জন্য সরাসরি সেবা নিশ্চিত করার অঙ্গীকার করে তিনি বলেন, আমার কাছে যেতে কোনো নেতা বা দালাল ধরতে হবে না। সাধারণ মানুষের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকীস,আব্দুল হাবিব মন্টু, সাবেক সাধারণ সম্পাদক, দেবহাটা উপজেলা যুবদল, মোখলেছুর রহমান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক, থানা বিএনপি এছাড়াও উপস্থিত ছিলেন দেবহাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, পারুলিয়া ইউনিয়ন বিএনপির নেতা ও চেয়ারম্যান গোলাম ফারুক বাবু জিয়া পরিষদের দপ্তর সম্পাদক ও সাংবাদিক মোঃ সিরাজুল ইসলামসহ দলটির শীর্ষ নেতৃবৃন্দ। আলীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাদিউজ্জামান বাদশা, সফর সঙ্গী মোঃ খোকন ও সখিপুর ইউনিয়ন বিএনপির নেতা মোঃ ইউনুস আলী সরদার, জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী মোছাঃ বিউটি পারভীন, বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সাধারণ জনগণ।
জনসভা শেষে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন