২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৩:১৩

শিরোনাম
ইমাজেন ভেঞ্চারস পিচ ডে-তে বিজয়ী খুলনার তরুণ উদ্ভাবক দল আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি অগ্রাধিকার দেব : তারেক রহমান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “সিটিজেন ভয়েস এন্ড একশন” বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত খুলনা মহানগরীর ২৮নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ এর আয়োজনে লার্নিং রুটস/শিখন শিকড় কেন্দ্রের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে “হসপিটালিটি ম্যানেজমেন্ট ও কুলিনারি আর্টস” এর উপর কেরিয়ার কাউন্সিলিং এবং সহযোগি সংগঠনের সাথে মতবিনিময় সভা খুলনায় কারিগরি শিক্ষায় বেকার ও প্রতিবন্ধী যুবদের সম্পৃক্তকরণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ”

বিএনপিসহ স্বাধীনতার পক্ষের রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হাবিবের

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬

  • শেয়ার করুন

তালা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তালার খলিলনগরে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের ধানের শীষ প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে তালা উপজেলার খলিলনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাবেক সাংসদ ও এমপি প্রার্থী মো. হাবিবুল ইসলাম হাবিব।

খলিলনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী আছির উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়,সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ সফিকুল ইসলাম, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোশারফ হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, স.ম ইয়াছিন উল্লাহ,সাতক্ষীরা কোর্টের বিজ্ঞ কৌসুলী অসীম কুমার, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মীর্জা আতিয়ার রহমান,সি.যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ, তালা উপজেলা মহিলা দলের নেত্রী মেহেরুনেসা মিনি। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন খলিলনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার শাহাদাত হোসেন।

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেন, নির্বাচিত হলে দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই খলিলনগর এলাকায় স্থানীয়দের মতামত নিয়ে উন্নয়নমূলক কাজ শুরু করবেন। তিনি বলেন, তাঁর দ্বারা কারও কোনো ক্ষতি হবে না। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার দায়িত্ব তিনি নিজেই নেবেন। দলের কোনো কর্মী অন্যায় করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলেও জানান তিনি।

এসময় এমপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব বাংলাদেশকে রক্ষা করতে বিএনপিসহ স্বাধীনতার পক্ষের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানিয়ে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবার আগে বাংলাদেশÑএই নীতিতে সবাইকে একসঙ্গে দেশ গড়তে হবে। তিনি সকল রাজনৈতিক দলের ভোটারদের কাছে সমর্থন ও ভোট প্রার্থনা করেন।

আগের নির্বাচনে খলিলনগর ইউনিয়নে বিপুল ভোটে প্রথম হওয়ার কথা উল্লেখ করে হাবিব বলেন, এবারও জনগণের ভোটে বিজয়ী হতে চান। সমাবেশে শত শত নেতা-কর্মী ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, তালা ও কলারোয়ার সার্বিক উন্নয়নে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের কোনো বিকল্প নেই।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন