প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫
দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলার ১নং কুলিয়া ইউনিয়নের শ্যামনগরে হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে ধর্মীয়, সাংস্কৃতিক ও পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১০ এপ্রিল রাত ৯টায় আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ চন্দ্র মন্ডল এবং সঞ্চালনায় ছিলেন দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহম্মদ আলী।
অনুষ্ঠানটি আয়োজন করে কুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূজা পার্বণ কমিটি, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হযরত আলী, তিনি বলেন, প্রশাসন সবসময় অন্যায় ও অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে। শান্তিপূর্ণভাবে আপনারা সকল ধর্মীয় কার্যক্রম চালিয়ে যান। কোনো সমস্যা হলে সরাসরি আমাদের জানান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু,এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ হামিদুল হক সামীম, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সানা, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন বাচ্চু, উপজেলা জিয়া পরিষদের দপ্তর সম্পাদক ও সাংবাদিক মোঃ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি নিলয় আহমেদ সবুজ,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনজুরুল মোরশেদ মিলন, কুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম মনি, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ স্থানীয় পূজা কমিটির নেতৃবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা সম্প্রতি এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকের প্রভাব বৃদ্ধি পাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, মৎস্যঘের ও বিভিন্ন স্থানে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় যুবসমাজ বিপথে যাচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পাশাপাশি এলাকাবাসীকেও সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান, অনুষ্ঠানটি ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সচেতনতাকে সামনে রেখে এক সুন্দর ও হৃদয়গ্রাহী পরিবেশে সম্পন্ন হয়।