২৪শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৯:৩৩

শিরোনাম
উত্তরায় বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরী হটলাইন চালু উত্তরায় ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্তের ঘটনায় নিহত-১, আহত-২৬ খুলনায় প্রাথমিক বিদ্যালয় সবুজায়নে পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত খুলনার জমিদার বাড়ী দখল ও জীবননাশের হুমকির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন সাড়ে ৪১ কোটি টাকার মুনাফা অর্জন মোংলা বন্দরের খুলনায় ১৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক সুবিধা প্রদান সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম’র খুলনার সেনের বাজার সিএসএস কার্যালয়ে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প খুলনায় “মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বিধানে অংশীজনদের সাথে মতবিনিময় সভা” অনুষ্ঠিত খুলনায় “৫ বছরের জন্য শিশু কল্যাণে যৌথ পরিকল্পনা প্রণয়ন কর্মশালা” ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

দিঘলিয়ায় কর্তব্যরত সাংবাদিকদের ইফতার মাহফিল

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫

  • শেয়ার করুন

দিঘলিয়া প্রতিনিধি : দিঘলিয়ার সেনহাটি ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে দিঘলিয়ায় কর্তব্যরত সাংবাদিকদের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) বিকাল সোয়া ৫ টায় দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে ডাঃ সৈয়দ আবুল কাসেমের সভাপতিত্বে ও সৈয়দ জাহিদুজ্জামান এবং শেখ শামিমুল ইসলাম শাওনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব দৈনিক আমার দেশের খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন।

প্রধান এ সময় তার বক্তব্যে বলেন, ফ্যাসিবাদী শক্তির সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হলে আগস্টের বিপ্লবের অনুকূল সকল রাজনৈতিক সংগঠনসহ সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

নিজেদের ভেতরে কেউ ঐক্য বিনষ্ট করলে ফ্যাসিবাদী শক্তির পুনরায় আবির্ভাব ঘটতে পারে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন, এমইউজের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানা, দৈনিক প্রতিদিনের স্টাফ রিপোর্টার ও দৈনিক খবরের কাগজের ব্যুরো প্রধান মোঃ মাকসুদ আলী, দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার মাশরুর মোর্শেদ, দিঘলিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক, দিঘলিয়া জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান, সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, দিঘলিয়া ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আসাদুল্লাহ হামিদি।

এসময় আরো উপস্থিত ছিলেন কালের কণ্ঠের ফটো সাংবাদিক পাপ্পু,সেনহাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ঝর্ণা, প্রশাসনিক কর্মকর্তা মোঃ নুর আলম, বিশিষ্ট সমাজ সেবক মোল্যা মাকসুদুল ইসলাম, সেনহাটি ইউপি সদস্য শেখ আশরাফ হোসেন, অ্যাডভোকেট মোশারফ হোসেন (এপিপি), কাজী জুলফিকার আলী, শেখ ইব্রাহিম, সৌমিত্র কুমার দত্ত, আবিদ আজাদ, বেনজির আহমেদ মুকুল। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন শ্রেষ্ঠ ইমাম মুফতি নাঈম আশরাফ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন