২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,দুপুর ২:২৩

চিতলমারীতে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষ্যে বৈশাখী মেলা

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৩

  • শেয়ার করুন

সাজ্জাদ চিতলমারী বাগেরহাটঃ
বাগেরহাটের চিতলমারীতে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষ্যে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা। ১৪ ই এপ্রিল সকাল ৮:৩০ মিনিটে অনুষ্ঠিত নববর্ষ উদযাপন উপলক্ষে শুরুতে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান দিয়ে নববর্ষকে বরণ করা হয়। পরেে প্রভাত ফেরী উপজেলা চত্বর থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে সমাপ্ত হয়। নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না উপজেলা পরিষদ, পীযূষ কান্তি রায় সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, ওসি এ এইচ এম কামরুজ্জামান খান, ডাঃ এম আর ফরাজি, ইউপি চেয়ারম্যান বৃন্দ, সরকারি কর্মকর্তা বৃন্দ, সূধী জন,রাজনৈতিক নেতৃ বৃন্দ এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ সহ আরো অনেকে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন