২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ২:৩১

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “সিটিজেন ভয়েস এন্ড একশন” বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত খুলনা মহানগরীর ২৮নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ এর আয়োজনে লার্নিং রুটস/শিখন শিকড় কেন্দ্রের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে “হসপিটালিটি ম্যানেজমেন্ট ও কুলিনারি আর্টস” এর উপর কেরিয়ার কাউন্সিলিং এবং সহযোগি সংগঠনের সাথে মতবিনিময় সভা খুলনায় কারিগরি শিক্ষায় বেকার ও প্রতিবন্ধী যুবদের সম্পৃক্তকরণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

০৭-০৯ ব্যাচের উদ্যোগে এতিম শিশুদের সাথে ইফতার ও দোয়া অনুষ্ঠান

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৩

  • শেয়ার করুন

এসএসসি ২০০৭ এবং এইচএসসি ২০০৯ ব্যাচের খুলনার বন্ধুদের উদ্যোগে এতিম শিশুদের সাথে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।
শনিবার (১ এপ্রিল) নগরীর মোস্তফার মোড় বাইপাস এলাকায় বিসমিল্লাহ নগর মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোডিংয়ের এতিম শিশুদের সাথে এ ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এতিমখানার মুহতামিম মাওলানা মোঃ আনোয়ারুল করিম। এর আগে তিনি মা-বাবা ও অভিভাবকহীন এ সব শিশুদের সাহায্য ও সহযোগিতা করতে সমাজের বিত্তশালী ও দানশীল ব্যক্তিদের প্রতি আহ্বান করেছেন।
এ সময় এসএসসি ২০০৭ এবং এইচএসসি ২০০৯ ব্যাচ খুলনার হাসানুর রহমান তানজির, শামীম আহমেদ, শেখ রবি, মো: বিল্লাল হোসেন, নাজমুল আহসান, খায়রুল আলম রাজু, আলী নেওয়াজ, মিকদাদ খান, রবিউল ইসলাম রানা, রফিকুল ইসলাম, হাসানুল ইসলাম, মো: আনিসুর রহমান, শামসুল আরেফিন লিওন, উজ্জল খান, শেখ মুজাহিদুল ইসলাম সোহাগ, বেল্লাল হোসেন সজল, মো: হোসেনসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ উপস্থিত ছিলেন।
২০০৭ সালে এসএসসি এবং ২০০৯ সালে এইচএসসি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের নিয়ে ফেসবুক গ্রুপ ভিত্তিক এই ব্যাচ বিভিন্ন সামাজিক, মানবিক ও দুর্যোগ-বিপর্যয়েও বন্ধুরা মিলে কাজ করে থাকে।
দোয়া অনুষ্ঠিত হওয়ার আগে এতিমখানা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মোঃ শাফায়েত সরদার বলেন, এই রমজান উপলক্ষে আপনাদের যাকাত, সাদাকায় জারিয়া ও সাদাকা আমাদের এখানে দান করে সহযোগিতা করার আহবান জানান। এছাড়াও সকলের সামর্থ্য অনুযায়ী দান করে এতিমখানার পাশে থাকবেন বলে তিনি সকলের প্রতি আশা ব্যক্ত করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন