২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,বিকাল ৫:০২

চিতলমারীতে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠিত

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৩

  • শেয়ার করুন

প্রতিনিধি চিতলমারী বাগেরহাটঃ
বাগেরহাটের চিতলমারীতে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতাল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
“স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ ” এই প্রতিপাদ্যের আলোকে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এবং প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল গত ২৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টায় প্রদর্শনীর আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠিত প্রদর্শনীর সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব শেখ হেলাল উদ্দিন এর পক্ষ থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল প্রদর্শনীর শুভ উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোঃ বাবুল হোসেন খান, সভাপতি উপজেলা আওয়ামী লীগ। উপজেলার সকল কর্মকর্তা গণ, সুধীজন,স্থানীয় সাংবাদিক সহ আরো অনেকে।
প্রদর্শনীর জন্য খামারীদের নিয়ে আসা প্রাণীর জন্য ৫০ টি সুসজ্জিত ও মনোরম স্টলের ব্যাবস্থা করা হয় এবং প্রদর্শনীতে দুই শতাধিক লোকের সমাগম ছিল। প্রদর্শনী শেষে বিভিন্ন ক্যাটাগরীতে মূল্যায়ন কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে ১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারী খামারীদের পুরস্কৃত করা হয়।
প্রদর্শনীতে অংশগ্রহনকারী খামারী এবং দর্শনার্থীরা এবছরের আয়োজন খুব সুন্দর হয়েছে বলে মন্তব্য করেন।
এস কে সাজেদুল হক (সাজ্জাদ)
চিতলমারী বাগেরহাট
০১৭৩০১৭৫৩৪০।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন