১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,ভোর ৫:৩৫

শিরোনাম
ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পূনঃ সবুজায়ন কার্যক্রম উদযাপন এবং সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা অনুষ্ঠিত মারধরের মামলায় খুলনা জেলা কারাগারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী সত্যানন্দ দত্ত নতুন করারোপ ছাড়া কেসিসির ৭১৯ কোটি টাকার বাজেট ঘোষণা অশ্রুসিক্ত হৃদয়ে খুলনায় পালিত হলো ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলাম খুলনা ও বরগুনায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক-৩

বেনাপোল স্টাফ এসোসিয়েশন আয়োজিত বার্ষিক ক্রিকেট টুর্নামেন্টে ব্যাংক শাখা জয়ী।

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২২

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,
বেনাপোল ক্লিয়ারিং এন্ড ফরওর্য়াডিং এজেন্টস স্টাফ এসোসিয়েশনের আয়োজনে বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট-২২ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত বেনাপোল বলফিল্ড মাঠে শুল্কায়ন শাখা, ব্যাংক শাখা, কার্গো শাখা ও ডেলিভারি শাখা এই ৪ দলের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি।

শেখ আফিল উদ্দিন বলেন, একটা খেলায় হাজার হাজার দর্শক হওয়ার কথা। কিন্তু এখন তারা খেলায় না এসে ইন্টারনেটের জগতে চলে গেছে। তাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আর সুস্থ থাকার মূল চাবিকাঠিই হলো খেলাধূলায় মনোনিবেশ করা। তাই তিনি সকলকে খেলার প্রতি আগ্রহী হওয়ার আহবান জানান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভুঁইয়া, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামছুর রহমান, যুব মহিলা লীগের সালমা আলম,পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন,শার্শা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ,বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান প্রমুখ।

উক্ত ফাইনাল খেলায় ব্যাংক শাখা চ্যাম্পিয়ান হয়। আর রানার্সআপ হয়েছে কার্গো শাখা।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

খেলাটির ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ব্যাংক শাখার রানা, প্রথম খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ব্যাংক শাখার মিরাজ ও ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন ব্যাংক শাখার জাহাঙ্গীর।

উক্ত খেলায় চ্যাম্পিয়ান ব্যাংক শাখাকে ১৫ হাজার টাকা ও রানার্সআপ কার্গো শাখাকে ১০ হাজার টাকা পুরস্কৃত করা হয়।

এসময় বেনাপোল ক্লিয়ারিং এন্ড ফরওর্য়াডিং এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন