১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার,দুপুর ১:৪৩

শিরোনাম

১৬ জেলায় একদিনে ১০৬ জনের মৃত্যু

প্রকাশিত: জুলাই ১৪, ২০২১

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ

একদিনেই প্রাণঘাতি করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে দেশের ১৬ জেলায় ১০৬ জনের প্রাণহানি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ১২ জন, পাবনা, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ৩ জন করে, নওগাঁর দু’জন এবং কুষ্টিয়া ও যশোরের একজন করে মারা গেছেন। এদের ৭ জনের করোনা পজেটিভ ছিলো বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

বরিশাল বিভাগে করোনা ও উপসর্গে প্রাণ গেছে ১৯ জনের। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত্যু হয়েছে ১৩ জনের। এরমধ্যে বরিশালের ৬, ঝালকাঠির ৪, পটুয়াখালীর ২ এবং বরগুনার একজন। বরিশাল মেডিক্যালে মৃত্যু হওয়া ১৯ জনের মধ্যে ৯ জন করোনা পজেটিভ ছিলো।

ময়মনসিংহ মেডিকেল করোনা ও উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জন করোনা আক্রান্ত ও ১২ জন উপসর্গ নিয়ে মারা যান।

খুলনায় তিনটি হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের ৬ জনের করোনা পজেটিভ ছিল। কুষ্টিয়ায় ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১০ জন করোনা আক্রান্ত ছিলেন। চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এহাড়া সাতক্ষীরায় ৯ জনের মৃত্যু হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন