প্রকাশিত: জুন ২৭, ২০২১
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নেয়া ৯৩ শতাংশের শরীরে এন্টিবডি তৈরি হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের একটি গবেষক টিম। অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়া ঢামেকের ৩০৮ জন ডাক্তার ও কর্মচারীর নমুনা সংগ্রহ করে দীর্ঘ ৫ মাস গবেষণার পর এমন ফলাফল উঠে এসেছে বলে জানান তারা। আজ সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। রবিবার (২৭ জুন) গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। ঢামেকের শিক্ষক, চিকিৎসক এবং কর্মচারীদের দুই ডোজ টিকা দেওয়ার পর তাদের ওপর এ গবেষণা পরিচালিত হয়।