তথ্য প্রতিবেদক : খানজাহান আলী থানার ঐতিহ্যবাহী শিরোমনি ফাইটার্স ক্লাব আয়োজিত ৮ দলীয় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় খুলনা নর্থ চ্যাম্পিয়ন হয়েছে। চরম প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এ খেলায় খুলনা নর্থ ২-০ গোলে কাশিপুর ফুটবল একাডেমিকে পরাজিত করে। সোমবার (৮ জুলাই) বিকাল ৫ টায় শিরোমনি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এ খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী আজগর লবী। এর আগে খেলার উদ্বোধন করেন খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, ফুলতলা উপজেলা বিএনপি’র সদস্য সচিব মনির হাসান টিটো, খান জাহানআলী থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন।
আমন্ত্রিত অতিথি ছিলেন হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক কবির হোসেন তালুকদার ও আইয়ান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ফেরদৌস অহন্মেদ ভূঁইয়া, জেলা যুবদল নেতা এবাদুল হক রুবায়েত, স্থানীয় বিএনপি নেতা শেখ আব্দুস সালাম, আলমগীর হোসেন, ইকবাল হোসেন মিজান, জাহাঙ্গীর হোসেন খোকা, রফিকুল ইসলাম, মীর শওকত হোসেন হিট্টু, শেখ আনোয়ার হোসেন, মামুন শেখ, ডাঃ রইস উদ্দিন প্রমুখ।
খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহবায়ক গাজী মনিরুল ইসলাম।
খেলায় চ্যাম্পিয়ন দলকে ২০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ১৫ হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন খুলনা নর্থ ক্লাবের আসিব এবং ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হয়েছেন একই দলের খেলোয়াড় মোল্লা সাব্বির হোসেন। খেলা পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে’র) তালিকাভুক্ত রেফারি পারভেজ আলম।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত