তথ্য প্রতিবেদক : ১০০ কয়েদী গ্রহনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল খুলনা জেলা আধুনিক কারাগার।
আজ ১নভেম্বর সকাল সাড়ে ১০টায় প্রথম ধাপে খুলনার পুরাতন কারাগার থেকে একশ কয়েদীকে স্থানান্তর করা হয় নতুন কারাগারে।
খুলনা জেলা কারাগারের জেল সুপার নাসির উদ্দিন প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুরনো কারাগারের ধারণ ক্ষমতা ৬৭৮ জন। কিন্তু কারাগারে বর্তমান বন্দির সংখ্যা ১হাজার ৩৯৪ জন। যা ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি।
নতুন কারাগারে বন্দী স্থানান্তরের মাধ্যমে পুরনো কারাগারের অতিরিক্ত চাপ অনেকটাই কমে যাবে। নতুন নির্মিত কারাগারে ছোট-বড় ৬৪টি ভবন নির্মাণ করা হয়েছে। এখানে ধারন ক্ষমতা ২হাজার।
খুলনা জেলা কারাগারের জেল সুপার নাসির উদ্দিন প্রধান আরও বলেন, আজ ১০০ কয়েদী স্থানান্তরের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল খুলনা জেলা আধুনিক কারাগার। নতুন কারাগারে নারী-পুরুষ, কিশোর ও দন্ডপ্রাপ্ত কয়েদীদের জন্য আলাদা ব্যারাক, ১০০ শয্যার হাসপাতাল, স্কুল ও মোটিভেশন সেন্টার, হস্তশিল্প প্রশিক্ষণ শেড এবং বিনোদন সাংস্কৃতিক সুবিধা থাকছে। রয়েছে শেডওয়ালা আধূনিক ফাঁসির স্থান। তবে কার্যক্রম শুরু হলেও কিছু কাজ এখনও চলমান। খুলনার সিটি বাইপাস সড়কে প্রায় ৩০ একর জমির ওপর নতুন কারাগার নির্মাণ করা হয়েছে। ১শ ৪৪ কোটি টাকার প্রকল্পটির নির্মাণ দুই দফা বৃদ্ধি করে ব্যয় ২৮৮ কোটি টাকায় উন্নিত করা হয়।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত