তথ্য প্রতিবেদক:
খুলনা সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র-১, ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং সাবেক সেনাপ্রধান শফিউর রহমানের বড় ভাই রফিউদ্দিন আহমেদ রফিককে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় রফিউদ্দিনের বানিয়া খামারের নিজ বাসা থেকে ডিবির ওসি তৈমুর ইসলামের নেতৃত্বে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়া হয়। খালিশপুর থানায় দুটি নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি খুলনা মহানগর গোয়েন্দা শাখার উপ পুলিশ কমিশনার তাজুল ইসলাম নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ৩০ আগস্ট খালিশপুর থানায় তার বিরুদ্ধে দুটি নাশকতা মামলা দায়ের করা হয়। যার নং ১০ ও ১১। ঐ মামলার একটিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা গণহত্যা মামলায় অভিযুক্ত তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে খালিশপুর থানায় প্রেরণের প্রস্তুতি চলছিলো।
উল্লেখ্য, এস এম রফিউদ্দিন আহমেদ ২০২৩ সালের জুন মাসে অনুষ্ঠিত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হন। এরপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্যানেল মেয়র-১ নির্বাচিত হন।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত