নিম্নচাপের প্রভাবে টানা তিনদিন ধরে বৃষ্টি হয়েছে সাতক্ষীরা। সেই বৃষ্টির পানিতে কবর থেকে ভেসে উঠেছে কয়েকদিন আগে দাফন করা একটি মরদেহ।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে বহেরা পোস্ট অফিসের পেছনে একটি কবরস্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সম্প্রতি বহেরা গ্রামের মৃত আমানউল্লাহ হাজির ছেলে রফিকুল ইসলাম (৫৫) মারা যান। পরে ওই স্থানে তার দাফন সম্পন্ন করা হয়। তবে গত কয়েকদিনের টানা বৃষ্টির ফলে কবরের ভেতরে পানি ভরাট হওয়ায় হঠাৎ মরদেহটি ভেসে ওঠে। এসময় ওই এলাকায় মরদেহের পচা গন্ধ ছড়িয়ে পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলিয়ার ইউপি চেয়ারম্যান আসাদুল হক জাগো নিউজকে বলেন, তাৎক্ষণিক কবর থেকে মরদেহ ভেসে উঠার খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এসময় মরদেহটি একনজর দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ কবরস্থানে এসে ভিড় জমান। মৃতের স্বজনরা এলাকার বাইরে থাকায় স্থানীয়রা পুনরায় মরদেহটি কবরে দাফন করেছেন।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ জাগো নিউজকে জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান তাকে বিষয়টি জানিয়েছেন। অতিরিক্ত বৃষ্টির কারণে কবর থেকে মরদেহটি ভেসে উঠেছে বলে শুনেছি।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত