খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হাসান দুলুকে সোমবার রাতে টুটপাড়া কবরখানায় দাফন করা হয়েছে।
এর আগে স্থানীয় শহীদ হাদিস পার্কে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। আজিজুল হাসান দুলুর প্রতি নেতাকর্মীরা শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) বাদ মাগরিব দলীয় কার্যলয়ের সামনে দলের সকল স্তরের নেতাকর্মীরা প্রিয় নেতার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। বাদ এশা খুলনা শহিদ হাদিস পার্কে অনুষ্ঠিত নামাজের জানাজায় নেতাকর্মীদের ঢল নামে। এছাড়া প্রিয় নেতা দুলুকে শ্রদ্ধা জানাতে ও জানাজায় দলমত নির্বিশেষে সকল শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।তার চিরবিদায়ে খুলনার গণতান্ত্রিক আন্দোলনে এক সাহসী সৈনিককে বিএনপি হারিয়েছে বলে জানান স্থানীয় রাজনীতিকরা। বাদ এশা খুলনা শহিদ হাদিস পার্কে অনুষ্ঠিত নামাজের জানাজায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু ও মিজানুর রহমান মিজান,বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্তু কুন্ডু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সাবেক ছাত্রনেতা রকিবুল ইসলাম বকুল, নগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন, জেলা নেতা আমির এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি,খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোহাম্মদ আবু হানিফ,নগর জামায়াত ইসলামীর আমির মাওলানা আবুল কালাম আজাদ, সেক্রেটারি অধ্যাপক মাহফুজুর রহমান, বিএনপির জাতীয় কমিটির সদস্য শাহারুজ্জামান মর্তুজা, সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, নগর বিজেপির সভাপতি লতিফুর রহমান লাবু, জেলা জাপার সভাপতি শফিকুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান, নগর নাগরিক ঐক্যের আহবায়ক এ্যাড ড. মো জাকির হোসেন, কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাস, আলি আকবার টিপু, এ্যাড আব্দুল্লাহ হোসেন বাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মীর কায়সেদ আলী, সাবেক কাউন্সিলর মাহবুব কায়সার, কেডিএর সদস্য জামালউদ্দিন বাচ্চু, রোটারিয়ান আবু সাঈদ চন্দন,রোটারিয়ান ইঞ্জিনিয়ার মশিউজ্জামান,রোটারিয়ান,খন্দকার সাজ্জাদুল ইসলাম,রোটারিয়ান আবু তাহের, রোটারিয়ান এজাজ সুমন, দৈনিক তথ্য'র সম্পাদক রোটারিয়ান মোঃ হাবিবুর রহমানসহ প্রমুখ। আগে বাদ মাগরিব দলীয় কার্যালয়ের সামনে খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা আজিজুল হাসান দুলুর প্রতি নেতাকর্মীরা শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
সোমবার বেলা ১১ টা ২৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য নেতাকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। দলের এই নেতার মৃত্যুতে খুলনা বিএনপি ৪ দিনের শোক কর্মসূচি গ্রহণ করেছে।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত