ফকিরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটের শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে ঐতিহাসিক ৬ দফা দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে সোমবার (১০জুন) সকালে কলেজে নির্মিত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্থাবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা জানিয়েছেন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস। এরপর কলেজ অধ্যক্ষ কলেজের শেখ রাসেল দেয়ালিকায় ৬ দফা দিবস সংখ্যার উদ্বোধন করেন। প্রভাষক তপতী রানী ধরের সঞ্চালনায় কলেজের স্বপন দাশ অডিটোরিয়াম ভবনমিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে আরো বক্তৃতা করেন সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীন, মোঃ সিরাজুল ইসলাম মল্লিক, মোসা: আতাউন্নেছা, সালমা খাতুন, মোঃ শেখ শামীম ইসলামসহ প্রমুখ।
অধ্যক্ষ তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ছয় দফা আন্দোলন ১৯৬৬ সালের ৭ জুন এক নতুন মাত্রা পায়। তিনি আরও বলেন, ঐতিহাসিক ৬ দফা থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতির পিতার আজীবন স্বপ্নের উন্নত সুখী-সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলাদেশ গড়ে তোলার আন্দোলনে নতুন প্রজন্মকে ঝাপিয়ে পড়তে হবে। ৬ দফা শুধু বাঙালি জাতির মুক্তি সনদ নয়, সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত নিস্পেষিত মানুষের মুক্তি আন্দোলনের অনুপ্রেরণার উৎস। সভা শেষে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে এক ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত