 
    
     প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩১, ২০২৫, ৯:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৯, ২০২১, ৮:১৮ অপরাহ্ণ
 শিয়ালী উপজেলায় সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তদের পাশে জেলা যুব ও ছাত্র ঐক্য পরিষদ 
  
          
  
        
    
    
গত ৭ই আগষ্ট খুলনা জেলার রুপসা উপজেলার  ০৫ নং ঘাটবোগ ইউনিয়নের শিয়ালি গ্রামে বিকাল ৫ ঘটিকায় পরিকল্পিতভাবে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর অতর্কিত হামলা করে।
এতে ৬ টি মন্দির সহ হিন্দু বাড়িতে হামলা, লুটপাট ও মহিলাদের উপর নির্যাতনসহ ধ্বংসলীলা চালানো হয়।
 ঘটনাস্থলে গতকাল ৮ই আগষ্ট সকাল ১১ টাই বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি বাবু বিমান বিহারী রায় অমিত ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ শ্যামল দাস এর সাথে ছুটে যায় বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, জেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সাবেক সভাপতি দেবাশীষ রায়, খুলনা জেলা যুব ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন কুমার রায়, খুলনা জেলা ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য কানাই মন্ডল, খুলনা জেলা ছাত্র ঐক্য পরিষদের সদস্য সচিব অভিজিৎ সরকার রাহুল, বিপুল রায় চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
খুলনা জেলা যুব ও ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বলেন " বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা এখন ট্রেন্ডে পরিণত হয়েছে, কোন কিছু ঘটলেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর হামলা হয়।  প্রশাসন দোষীদের গ্রেফতার করলেও স্থায়ী বিচারের আওতায় আনতে অপারগতা প্রকাশ করার কারনে ঘটনাগুলো পূর্নাবৃত্তি হচ্ছে।
নেতৃবৃন্দ রুপসার এই সম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা জানাই ও দোষীদের শাস্তির দাবি কামনা করেন।
 
    
    
         
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
        
        
             কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত