উপকূলবর্তী উপজেলা খুলনার কয়রায় শিক্ষার মানোন্নয়নে ও শিশুদের আনন্দ উৎসব মনোমুগ্ধকর পরিবেশে বেড়ে উঠা এবং সমাজে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষে শিশুদের সুরক্ষা, আনন্দদান ও মেধা বিকাশে শিশু সুরক্ষা মেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) বিকাল তিনটায় ৩নং কয়রা সরকারি প্রাথমিক বিদ্যলয়ের মাঠে সেফ প্রকল্পের উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় আলোকিত করি ইয়ুথ ভলেন্টিয়ারের বাস্তবায়নে শিশু সুরক্ষা মেলা অনুষ্ঠিত হয়। ইয়ুথ লিডার মো. আমিনুর ইসলাম আকাশ এর সঞ্চালনায় আলোকিত করি’র প্রজেক্ট অফিসার মো. আয়ুব হোসেনের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন কয়রা সরকারি প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক খালেদা পারভিন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধা।
উদ্বোধনী আয়োজনে বক্তারা স্থানীয় পর্যায়ে শিশু সুরক্ষা নিশ্চিতে সচেতনতা বৃদ্ধি এবং নিজ নিজ স্থানে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। মেলায় কৃতজ্ঞতা জ্ঞাপন ও সমাপনী বক্তব্যে উপস্থিত সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, অভিভাবক ও উপস্থিত দর্শনার্থীদের ধন্যবাদ জানান আলোকিত শিশুর প্রোগ্রাম অফিসার মো. ইমরান জাহান আরাফাত। এর আগে সেফ প্রকল্পের কাজ সম্পর্কে উপস্থিত সকলের সামনে তথ্য উপস্থাপন করেন ইয়ুথ লিডার সিয়াম আল হাসান।
অভিভাবকদের সচেতন করতে প্রকল্পের পক্ষ থেকে শিশু সুরক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য ও সমাজসেবা অধিদপ্তরের হটলাইন ১০৯৮ সম্পর্কে জানিয়ে লিফলেট বিতরণ করা হয়। মেলায় শিশু সুরক্ষা নিশ্চিত, বাল্যবিবাহ রোধ এবং শিশুশ্রম বন্ধে সচেতনতামূলক নাটক পরিবেশন করেন নাট্য শিল্পী শিকারী সেলিম রেজা ও তাঁর দল। এছাড়াও মেলায় অংশ নেয়া শিশু কিশোরদের জন্য সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, সেফ প্রকল্পে স্থানীয় যুব স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করে তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিশু সুরক্ষা নিশ্চিতে নানামুখী কার্যক্রম রয়েছে।
এই প্রকল্পের আওতায় যুব স্বেচ্ছাসেবীদের নেতৃত্বে কয়রা উপজেলার তিনটি ইউনিয়নের ৯টি স্কুলে চাইল্ড প্রটেকশন কমিটি গঠন, কমিউনিটি বেইজড চাইল্ড ফোরাম তৈরি, স্কুলে অভিযোগ বক্স স্থাপনের মাধ্যমে শিশু সুরক্ষা নিশ্চিতে নানামুখী কার্যক্রম পরিচালনা করছে। মানুষের জন্য ফাউন্ডেশন এবং আলোকিত শিশু যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত