মিলন হোসেন বেনাপোল,
সার পাচারের অভিযোগে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারের জনতা ট্রেডার্সকে ৫০ হাজার টাকা ও গোগা বাজারের মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সকে ১০ হাজার টাকা সহ মোট ৬০ হাজার টাকা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
এসময় মাটি কাটার অভিযোগে আরো ৬ জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সেই সাথে মাটি সহ একটি মাটি বহনকারী ট্রাক জব্দ করা হয়।
বৃহস্পতিবার দিন ব্যাপী এ অভিযানে উপজেলা কৃষি বিভাগ ও ভূমি অফিস একত্রে তাদেরকে জেল জরিমানা করেন।
শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম জানান, চোরাই ভাবে সার পাচার হচ্ছে এমন খবরে উপজেলা কৃষি অফিসার প্রতাপ মন্ডল প্রথমে বাগআঁচড়া বাজারের মেসার্স জনতা ট্রেডার্স ও গোগা বাজারের বিসমিল্লাহ ট্রেডার্সে অভিযান চালান। ঘটনা সত্য প্রমাণিত হলে উপজেলা ভূমি অফিস সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যবসা প্রতিষ্ঠানে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ এর আইন অনুযায়ী ৬০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।
এসময় বাগআঁচড়া টু গোগা ইউনিয়নে মাটি কাটার অভিযোগে মাটি সহ মাটি বহনকারী ট্রাক জব্দ করার পাশাপাশি শাহিন (২৩), রনি (২১), রিয়াজ (২২), মেহেদী হাসান (২২), আব্দুল কদির (২৩) ও ফিরোজ (২৪)কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর আইন অনুযায়ী ৭ দিন করে বিনাশ্রম জেল দেওয়া হয়। এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত