এম জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা(সাতক্ষীরা) : হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড়ো শারদীয় দুর্গা উৎসবে দুই বাংলার সম্প্রীতির সেতুবন্ধন। ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের সরকারি কর্মকর্তা কর্মচারী, সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সদস্যদের মাঝে সাতক্ষীরা জেলা পুলিশের শারদীয় শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ অক্টোবর ২০২১) দুপুরে ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের জিরো পয়েন্টে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে এ শারদীয় শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এর পক্ষে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো: ইয়াছিন আলম চৌধুরী ও ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর হোসেন খাঁন ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাঝে মিষ্টি বিতরণ ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এসময় ইমিগ্রেশন চেকপোস্ট জিরোপয়েন্টে দু’দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মিলনমেলায় পরিণত হয়। এসময় উপস্থিত ছিলেন ভোমরা সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু, অর্থ সম্পাদক দিপঙ্কর ঘোষ, কার্যকরী সদস্য রামকৃষ্ণ চক্রবর্তী ও ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের কাষ্টম সুপার ভাস্কর দে, ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের এসআই গৌরি সরকার প্রসাদ, ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি ভোলা ঘোষ, সাধারন সম্পাদক সঞ্জীব মন্ডল, ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন এর সদস্য ভবেতোষ দাশসহ দুই দেশের স্থলবন্দরের সরকারি কর্মচারীবৃন্দ।এছাড়া ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্প ও ভোমরা বিজিবি ক্যাম্প এর বিএসএফ এবং বিজিবি জোয়ানরা উপস্থিত ছিলেন।
রিপোর্ট: এম জিয়াউল ইসলাম জিয়া, নিজস্ব প্রতিবেদক, জনতার মিছিল
ভয়েস: মো: নাসিরুল ইসলাম নাসির, নিউজ ডেস্ক
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত