রোটারি ক্লাব অফ ঢাকা নর্থ ওয়েস্ট তাদের প্রতিষ্ঠার পঞ্চাশতম বছরে এসে নতুন বোর্ড অব ডিরেক্টরদের ঘোষণা করছে, যেখানে আব্দুর রহিম চৌধুরী রোটারি বছর ২৫-২৬-এর জন্য সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং শাহেদ সাদ উল্লাহ সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন এই নেতৃত্বের দল সেবা এবং মানবকল্যাণের ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা এবং প্রতিশ্রুতি নিয়ে কাজ করবে।
নতুন বোর্ডের সদস্যদের মধ্যে আছেন, আব্দুর রহিম চৌধুরী সভাপতি, শাহেদ সাদ উল্লাহ সেক্রেটারি, আরজুদা রহমান পূর্ববর্তী সভাপতি, এমডি আজাদুল হক পরবর্তী সভাপতি, শারমিন রহমান সহ-সভাপতি, মাহবুবুল হক চৌধুরী সহ-সভাপতি, ড. আজাদুল হক জয়েন্ট-সেক্রেটারি, মুহাম্মাদ আলতামিশ নাবিল জয়েন্ট-সেক্রেটারি, এ এফ এম নেসার উদ্দীন ট্রেজারার, সিরাজউদ্দিন সরকার ডিরেক্টর, কাজী শাম্মী শের ডিরেক্টর, লায়লা রোজি ডিরেক্টর, সেলিমা খাতুন ডিরেক্টর, ইলমুল হক সজীব ডিরেক্টর, ড. হাশরাত আরা ক্লাব ট্রেইনার, প্রফেসর এম এ বারি সার্জেন্ট-অ্যাট-আর্মস, কেএম রফিকুল ইসলাম সার্জেন্ট-অ্যাট-আর্মস এবং লুৎফুর আর চৌধুরী বুলেটিন এডিটর।
আব্দুর রহিম চৌধুরী এবং শাহেদ সাদ উল্লাহ তাদের দায়িত্ব গ্রহণের মাধ্যমে রোটারি ক্লাব অফ ঢাকা নর্থ ওয়েস্টের কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করবেন। তাদের নেতৃত্বে, ক্লাবটি এর বর্তমান সেবা কার্যক্রমকে শক্তিশালী করবে এবং সম্প্রদায় ভিত্তিক বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে মনোযোগ দেবে।
আব্দুর রহিম চৌধুরী, রোটারি ক্লাব অফ ঢাকা নর্থ ওয়েস্টের সভাপতি, বলেন, "আমরা সক্রিয়ভাবে আমাদের কমিউনিটি এবং আন্তর্জাতিক সেবা প্রকল্পগুলোর মাধ্যমে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করব। আমাদের কার্যক্রমের প্রতি সদস্যদের অংশগ্রহণ এবং সেবা উন্নত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।"
রোটারি ক্লাব অফ ঢাকা নর্থ ওয়েস্ট এর নতুন বোর্ড ২৫-২৬ রোটারি বছরে আরও কার্যকর ও ফলপ্রসূ প্রকল্প বাস্তবায়নে কাজ করবে, এবং জনগণের জন্য উন্নত সেবা প্রদানের জন্য নিবেদিত থাকবে।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত