খবর বিজ্ঞপ্তির : খুলনা-৪ (রূপসা, তেরখাদা, দিঘলিয়া) আসনের বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলাল তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় রূপসা উপজেলার আইচগাতী গ্রামস্থ তার নিজ বাসভবন চত্বরে ৭৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারে তিনি উল্লেখ করেন, ভৈরব নদের উপর ২য় সেতু নির্মাণ করে খুলনা শহরের সঙ্গে রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার সরাসরি যোগাযোগ স্থাপন। অসমাপ্ত নগরঘাট ও রেলগেট সেতু নির্মাণ কাজ সম্পন্ন করা। আতাই ও ভৈরব নদী ভাঙন রোধ ও টেকসই বাঁধ নির্মাণ। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা পাট গুদামে ক্ষুদ্র ও কুটির শিল্প গড়ে তোলা। জলাবদ্ধ জমির পানি নিষ্কাশনের মাধ্যমে চাষযোগ্য করা। জনবহুল দেউড়া খেয়াঘাট সংস্কার। আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রি কলেজ (সেনহাটি, দিঘলিয়া) সরকারিকরণ।
যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে মাঠ সংস্কার ও প্রয়োজনীয় পদক্ষেপ। স্টার জুট মিল চালুকরণ। তেরখাদার ঝুঁকিপূর্ণ এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপন। ভট্টাচার্য (হার্ডবোর্ড) খেয়াঘাটে ফেরি ব্যবস্থা। শ্রমিক সমাজের উপযুক্ত মজুরি নিশ্চিত করা। হাজীগাঁও মিনি স্টেডিয়াম আধুনিকীকরণ।
কবি কৃষ্ণচন্দ্র ইনস্টিটিউটকে সংস্কৃতি মন্ত্রণালয়ের তালিকাভুক্ত করা। নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির মাধ্যমে সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত। কৃষকদের জন্য বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক। তেরখাদায় মিনি স্টেডিয়াম ও ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র। পর্যাপ্ত ড্রেন নির্মাণ করে পানি নিষ্কাশন।
নারীর উন্নয়নে শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান নিশ্চিত। দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিক হাসপাতালে রূপান্তর। প্রতিটি ওয়ার্ডকে চাঁদা, মাদক ও সন্ত্রাসমুক্ত করা। নন্দনপুর–রহিমনগরে স্থায়ী সেতু নির্মাণ। রূপসায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন। রূপসা ফেরিঘাট সম্পূর্ণ টোলমুক্ত করা।
তিনি উল্লেখ করেন, আধুনিক বাসস্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ড নির্মাণ। সেনের বাজারে আধুনিক শপিংমল। পূর্ব রূপসায় নতুন শপিংমল। পালেঘাটা বাজার আধুনিকায়ন। রূপসায় ১০০ শয্যার আধুনিক হাসপাতাল। রূপসায় মিনি স্টেডিয়াম। সকল বন্ধ খাল পুনঃখনন। আটঘরিয়া নদী খনন করে নাব্যতা ফিরিয়ে আনা। আধুনিক সুইচগেট নির্মাণ। নদীভাঙন কবলিত এলাকায় স্থায়ী বাঁধ। রূপসায় কেন্দ্রীয় মসজিদ নির্মাণ। রূপসায় কেন্দ্রীয় মন্দির নির্মাণ। মাদ্রাসা, স্কুল ও কলেজ পর্যায়ক্রমে সরকারি করণ। ইপিজেড ও শিল্প অঞ্চল স্থাপন। আইটি ও ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার। যুবকদের গ্রাফিক্স, ওয়েব, ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ। ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল লার্নিং সেন্টার। নবী করিম (সা.)–এর আদর্শে সমাজ গঠন। তেরখাদার জলাবদ্ধতা নিরসনে খাল ও নদী খনন। আধুনিক কৃষি প্রযুক্তি ও কোল্ড স্টোরেজ। অর্থনৈতিক জোন ঘোষণা। ধর্মীয় উপাসনালয় নির্মাণ ও সম্প্রসারণ। দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট। পর্যটন কেন্দ্র ও শিশু পার্ক।
তেরখাদা পৌরসভা উন্নীতকরণ। ১৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স উন্নীতকরণ। পর্যাপ্ত অ্যাম্বুলেন্স ব্যবস্থা। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। বেকার যুবক–যুবতীদের প্রশিক্ষণ।
ইশতেহারে তিনি আরও উল্লেখ করেন, প্রতিটি পরিবারে সুপেয় পানি। দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত। সেনের বাজার–গোপালগঞ্জ সড়ক ৪ লেনে উন্নীত। খাল ও নদীর উপর নতুন ব্রিজ। কিসেন্ট ও পিপলস মিল সংযোগ সড়ক। সৌর প্যানেল স্থাপন। দক্ষ জনশক্তি তৈরি। বাল্যবিবাহ, মাদক ও সন্ত্রাস দমন। নদীভাঙন এলাকায় স্থায়ী বাঁধ। আধুনিক মাল্টিমিডিয়া ক্লাসরুম ও লাইব্রেরি। শিক্ষার্থী ও কর্মজীবীদের আবাসন। হাট ও বাজার আধুনিকায়ন। অসহায় ও ছিন্নমূলদের আবাসন। গুচ্ছগ্রাম সম্প্রসারণ। কেন্দ্রীয় গ্রন্থাগার স্থাপন। বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ। উদ্যোক্তাদের সহজ ঋণ। সাইক্লোন সেন্টার স্থাপন। যানজট নিরসনে স্ট্যান্ড নির্মাণ। তথ্য প্রযুক্তির অপব্যবহার রোধ।
এ সময় আজিজুল বারী হেলাল বলেন, আমার বিশ্বাস খুলনা-৪ আসনের ভোটাররা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য খান রবিউল ইসলাম রবি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, অধ্যাপক মনিরুল হক বাবুল, শেখ আব্দুর রশিদ, আব্দুস সালাম, আছাফুর রহমান, আশরাফুল ইসলাম নুর, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু, গোলাম মোস্তফা তুহিন, রুপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, তেরখাদা উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, আবু সাঈদ, সেতারা সুলতানা, গোলাম ফারুক, শেখ আবু সাঈদ, ফখরুল ইসলাম চৌধুরী, শরিফ নাইমুল ইসলাম, আবুল কাশেম, রেজাউল ইসলাম রেজা, মো: রয়েল, খালেদা পারভিন সিনথিয়া, শিহাবুল ইসলাম সিহাব প্রমুখ।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত