ইউক্রেনে জীবাণু অস্ত্র তৈরিতে যুক্তরাষ্ট্র অর্থায়ন করছে বলে দাবি করেছে রাশিয়া। এ বিষয়ে আলোচনা করতে আজ শুক্রবার জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। রাশিয়ার অনুরোধে এ বৈঠকের অনুমোদন দিয়েছে জাতিসংঘ। খবর বিবিসি অনলাইনের।
তবে, পশ্চিমা দেশগুলো বলছে—ভবিষ্যতে ইউক্রেনে জীবাণু ও রাসায়নিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহার আড়াল করতে রাশিয়া এমন অভিযোগ করছে।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর দেশে রাসায়নিক বা জীবাণু অস্ত্র তৈরির তথ্য অস্বীকার করেন। তিনি অভিযোগ করেন—রাশিয়া ইউক্রেনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে এসব অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে।
এদিকে, নিরাপত্তা পরিষদের অনুষ্ঠাতব্য বৈঠকের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘে মার্কিন মিশনের এক মুখপাত্র। তিনি বলেছেন, রাশিয়া ‘বিশ্বকে ধোঁকা দিতে চাইছে কিংবা জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে নিজেদের ভুয়া তথ্য ছড়ানোর মঞ্চ হিসেবে ব্যবহার করতে চাচ্ছে।’
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত