২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার,বিকাল ৩:৩৫

রাশিয়াকে জাতিসংঘ থেকে বহিষ্কারের সুযোগ নেই : রুশ কূটনীতিক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২২

  • শেয়ার করুন

রাশিয়াকে জাতিসংঘ থেকে বহিষ্কার করার মতো পরিস্থিতি কখনোই তৈরি হবে না বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। এর কারণ হিসেবে তিনি বলেছেন, রাশিয়াকে বহিষ্কারের জন্য নিরাপত্তা পরিষদ এমন সুপারিশ করবে না। গতকাল বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এ তথ্য জানায়।

এক সংবাদ সম্মেলনে মারিয়া জাখারোভা জানান, রাশিয়ার কাছ থেকে জাতিসংঘের সদস্যপদ কেড়ে নেওয়ার সুযোগ নেই।

তাঁর মতে, জাতিসংঘ সনদের ৬ নম্বর ধারা অনুযায়ী সাধারণ পরিষদ কোনো সদস্য রাষ্ট্রকে বহিষ্কারের সিদ্ধান্ত নিতে পারে। তবে, এর আগে নিরাপত্তা পরিষদ থেকে সে বিষয়ে সুপারিশ আসতে হবে।

জাখারোভা বলেন, ‘নিরাপত্তা পরিষদের কাছ থেকে এমন সুপারিশ আসার সম্ভাবনা নেই বললেই চলে। এ রকম সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কেবল নিরাপত্তা পরিষদের ৯ সদস্যের সবার সমর্থনই নয়, সেই সঙ্গে ভেটো ক্ষমতাধারী ৫ স্থায়ী সদস্যকেও রাজি থাকতে হবে।’

‘বলাই বাহুল্য, এই ৫ দেশের একটি হলো রাশিয়া’, যোগ করেন রুশ কূটনীতিক।

তিনি জানান, যদিও পশ্চিমের দেশগুলোতে রাশিয়াবিরোধী অপপ্রচার তুঙ্গে উঠেছে, তবুও রাশিয়াকে জাতিসংঘ থেকে বহিষ্কারের বিষয়টি একটি ‘সুদূরপ্রসারী চিন্তা’।

ইউক্রেনীয়রা ফেব্রুয়ারির অনেক আগে থেকেই রুশবিরোধী প্রচারণায় ব্যস্ত ছিল উল্লেখ করে জাখারোভা আরও বলেন, ‘ওয়াশিংটনের অনুসারীরা তাদের (মার্কিনীদের) দেখানো পথেই হেঁটে গেছে এবং আমাদের দেশের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপে সমর্থন জানিয়েছে।’

‘কিন্তু জাতিসংঘের সাধারণ পরিষদে তাদের সংখ্যাগরিষ্ঠ সমর্থন নেই। দুই-তৃতীয়াংশ সমর্থন পাওয়ার তো প্রশ্নই ওঠে না।’

জাতিসংঘের অন্য অনেক সদস্য রাষ্ট্র রাশিয়ার সঙ্গে গঠনমূলক ও পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে তৈরি বলেও জানান এই রুশ কূটনীতিক। এ বিষয়ে তিনি বলেন, ‘তাদের এই ইচ্ছার বিষয়টি তারা নিশ্চিতও করেছে। তারা ঐক্যবদ্ধ পশ্চিমা রাষ্ট্রগুলোর কাছ থেকে আসা চাপ ও ব্ল্যাকমেইলকে অবজ্ঞা করতেও রাজি।’

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন