বাগেরহাটের রামপালে দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে, ইউনিসেফ এর সহযোগিতায় করোনা ভাইরাস এর সংক্রমণ রোধে ও সকলকে টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ৪৫ টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে ও ইউনিসেফ এর সহযোগীতায় গত ২৪ জুন থেকে শুরু হওয়া রামপাল উপজেলার ৯ টি ইউনিয়নে একযোগে এই উঠান বৈঠকের কার্যক্রম শেষ হয়েছে।
দি হাঙ্গার প্রজেক্টের বাগেরহাট জেলা সমন্বয়কারী খালিদ হাসান জানান, কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের আওতায় রামপাল উপজেলায় ৪৫ টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সকল মানুষকে বুষ্টার ডোজ গ্রহণ করার জন্য উদ্বুদ্ধকরণ ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে সচেতনতা সৃষ্টির কাজ করা হয়েছে।
দি হাঙ্গার প্রজেক্টের স্বেচ্ছাসেবক জাকারিয়া হোসাইন শাওন জানান, সমাজের এক ধরনের লোকজন এখনো কুসংস্কারের মধ্যে ডুবে আছে।সরকার, এনজিও সংস্থা এবং বিভিন্ন সংগঠনের নেতারা আহ্ধসঢ়;বান করার পরেও তারা তাতে কোনো সাড়া দেয়নি, টিকা গ্রহণ করে নি।আমরা দি হাঙ্গার প্রজেক্টের স্বেচ্ছাসেবকরা জণগনের সাথে সম্পৃক্ত হয়ে কোভিড-১৯ প্রতিরোধ এবং টিকা গ্রহন বিষয়ে উঠান বৈঠকের মাধ্যমে রামপালের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সচেতনতার বার্তা পৌছে দিয়েছি।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত