প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫
তথ্য ডেস্ক : মাত্র কয়েক দিনের ব্যবধানে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৫টার দিকে এই ভূকম্প অণুভূত হয়। তবে, এ পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়া অফিস সহকারী গোলাম মোস্তফা জানিয়েছেন, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারত-বাংলাদেশ সীমান্তে।
ভূমিকম্পটির কেন্দ্র ছিল বাংলাদেশের কুমিল্লা শহর থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর এবং ভারতের আগরতলা শহর থেকে ২৬ কিলোমিটার উত্তরে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই রাজধানীজুড়ে সাধারণ মানুষের মাঝে মুহূর্তের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাসাবাড়ি ও অফিস থেকে বের হয়ে খোলা জায়গায় চলে আসেন। একই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্প নিয়ে ব্যাপক আলোচনার ঝড় ওঠে। অনেকে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন, কেউ কেউ ভূমিকম্পের সময়ের ভিডিও বা ছবি প্রকাশ করেন।
প্রাথমিকভাবে জানা গেছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৪, যেটিকে মৃদু হিসেবে চিহিৃত করা হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১০৫ কিলোমিটার দূরে, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ার আশপাশে। তবে, বিষয়টি নিয়ে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। এ বিষয়ে ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা বা আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি।
এদিকে রাজধানী ঢাকার পাশাপাশি দেশের আরও কিছু জেলায়ও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে, তবে বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে।
এর আগে ২৮ মার্চ দুপুর ১২টা ২০ মিনিটের দিকে রাজধানী ঢাকা ও বাণিজ্যনগরী চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৯। যার উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইন জেলা থেকে ৩৪ কিলোমিটার পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে যার গভীরতা ১০ কিলোমিটার।