তথ্য প্রতিবেদক : স্ত্রীকে হত্যার পর নাম ঠিকানা পরিবর্তন করে ১৯ বছর পালিয়ে থাকার পরও গ্রেফতার এড়াতে পারলেন না জাহিদ হাসান (৫০)।
আজ সোমবার বেলা ১১ টার দিকে খুলনার খানজাহান আলী থানা পুলিশ জেলার ফুলতলা উপজেলার বুড়িয়ারডাঙা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
খানজাহান আলী থানা ওসি (তদন্ত) পলাশ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ফুলতলা উপজেলার কাওসার মোল্লার ছেলে সাবেক সেনা সদস্য জাহিদ হাসান যশোর জেলায় বিয়ে করেন। ২০০৪ সালে সে স্ত্রীকে হত্যা করে নদীতে ফেলে দেন। এই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে যশোরের অভয়নগর থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় যশোর আদালতে যাবজ্জীবন সাজা হয় জাহিদ হাসানের।
সাজা হবার পর থেকেই পলাতক ছিলেন তিনি।
একটা সময় খুলনায় চলে আসেন। আবারও বিয়ে করেন। এছাড়া নাম পাল্টে শুধু হাসান রেখে খানজাহান আলী থানা এলাকায় জমি কিনে বসবাস শুরু করেন।
আজ রোববার সকালে অভিযান চালয়ে বুড়িয়াডাঙা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত