রেকর্ড শব্দটি যেন লিওনেল মেসির নামের সমার্থক হয়ে গেছে অনেক আগেই। রেকর্ডের পর রেকর্ডের মালা জড়িয়েই যিনি খেলতে নামেন মাঠে, গতকাল উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আরও তিনটি রেকর্ড করেছেন সেই মেসি। প্রতিযোগিতামূলক ফুটবল গোলের অবদানে রেকর্ড গড়ে এবার ফুটবল সম্রাট পেলেকে পেছনে ফেলেছেন আর্জেন্টাইন তারকা মেসি।
মেসি-নেইমারদের বিপক্ষে প্রথমে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৩-১ গোলে হেরে যায় ইসরাইলের দল মাকাবি হাইফা। তবে দারুণ ফুটবল উপহার দিয়েছে তারা। এই ম্যাচে এক গোল করে দুটি রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এছাড়া গোল পেয়েছেন নেইমার ও এমবাপ্পেও।
ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল হাইফা। ২৪তম মিনিটে দলটির হয়ে গোল করেন চেরি। ১৩ মিনিট পরই পিএসজিকে সমতায় ফেরান লিওনেল মেসি। দলের হয়ে গোল করে এদিন দুইটি কীর্তি গড়েন লিওনেল মেসি। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে টানা ১৮ মৌসুমে গোল করার রেকর্ড গড়েন আর্জেন্টাইন এই তারকা। এছাড়া প্রথম খেলোয়াড় হিসেবে ১৯ দেশের ৩৯টি ভিন্ন দলের বিপক্ষে গোল করারও কীর্তিও গড়েন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে এটি মেসির ১২৬তম গোল।
বিরতির পর ম্যাচের ৬৯তম মিনিটে মেসির দুর্দান্ত পাসে গোল করেন এমবাপ্পে, পিএসজি এগিয়ে যায় ২-১ গোলে। নির্ধারিত সময় শেষ হওয়ার আগ মুহূর্তে মার্কো ভেরাত্তির পাসে গোল করে পিএসজির ৩-১ গোলের জয় নিশ্চিত করেন নেইমার।
তবে ঘরের মাঠে পিএসজিকে শুরুতে দম ফেলার সুযোগ দেয়নি মাকাবি। খাতা কলমে এগিয়ে থাকা পিএসজিকে বেশ ভুগিয়েছে মাকাবি। গোটা ম্যাচের প্রায় ৪৪ শতাংশ বল দখলে রেখে ১৩টি শট নিয়েছে মাকাবি যার মধ্যে ৫টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে ৫৬ শতাংশ বল দখলে রাখা পিএসজির ১৬টি শটের ৬টি ছিল লক্ষ্যে।
'এইচ' গ্রুপে এটি পিএসজির টানা দ্বিতীয় জয়। আগের ম্যাচে জুভেন্টাসকে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ২-১ গোলে হারিয়েছিল তারা।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত