ঢাকা, ১৭ নভেম্বর ২০২৫: বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (ইওগজঅউ) এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ন্যাশনাল সিকিউরিটি কলেজ এর যৌথ আয়োজনে ‘গধৎরঃরসব উড়সধরহ অধিৎবহবংং রহ ঃযব ওহফরধহ ঙপবধহ‘ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান আজ সোমবার ( ১৭-১১-২০২৫) হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকায় অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান ও ইওগজঅউ -এর প্রধান পৃষ্ঠপোষক এডমিরাল এম নাজমুল হাসান। এ সময় বাংলাদেশে অস্ট্রেলিয়ার হাইকমিশনার, বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (ইওগজঅউ)-এর চেয়ারম্যান ও মহাপরিচালক, সিনিয়র রিসার্চ ফেলো, ন্যাশনাল সিকিউরিটি কলেজ, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (অঘট) এবং বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও অন্যান্য আঞ্চলিক অংশীদার দেশেসমূহের কর্মকর্তা, নীতিবিশেষজ্ঞ, গবেষক, কূটনৈতিক ও সামুদ্রিক পেশাজীবী উপস্থিত ছিলেন।
গধৎরঃরসব উড়সধরহ অধিৎহবংিং রহ ঃযব রহফরধহ ঙপবধহ: ইঁরষফরহম ঝযধৎবফ টহফবৎংঃধহফরহম ড়ভ ঃযব সধৎরঃরসব ংঢ়ধপব এই প্রতিপাদ্য বিষয়ে অন্তর্জাতিক কর্মশালা ‘মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস (গউঅ)-২০২৫’ আয়োজন করা হয়েছে। ‘মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস (গউঅ)’ জাতীয় সামুদ্রিক স্বার্থ সুরক্ষা, তথ্যসমন্বয় সক্ষমতা বৃদ্ধি এবং আঞ্চলিক সামুদ্রিক শাসনকে সুসংহত করার জন্য একটি কৌশলগত অপরিহার্যতা।
উদ্বোধনী বক্তৃতায় বক্তারা ‘মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস (গউঅ)’ সচেতনতা শক্তিশালীকরণকে আঞ্চলিক নিরাপত্তা, তথ্য বিনিময়, সমন্বিত সাগর শাসন এবং সমুদ্র অর্থনীতি বাস্তবায়নের জন্য অপরিহার্য বলে মন্তব্য করেন। বিশেষ করে রিয়েল-টাইম সামুদ্রিক পরিস্থিতি মূল্যায়ন, আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি, অবৈধ মৎস্য আহরণ, চোরাচালান, পাচার ও জলদস্যুতাসহ বিভিন্ন সমুদ্রভিত্তিক হুমকি মোকাবিলায় উন্নত এমডিএ সক্ষমতার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
দুই দিনব্যাপী কর্মশালায় বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলংকা, সিঙ্গাপুর এবং পশ্চিম ভারত মহাসাগর অঞ্চলের বিশেষজ্ঞরা তথ্য ভাগাভাগি, ইনফরমেশন ফিউশন, পর্যবেক্ষণ প্রযুক্তি, বিশ্লেষণী পদ্ধতি এবং দক্ষতা উন্নয়ন বিষয়ে বিশেষ সেশন পরিচালনা করবেন।
বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের প্রতিনিধিরা আলোচনায় অংশগ্রহণ করবেন। কর্মশালায় অংশগ্রহণকারী দেশ ও প্রতিষ্ঠানসমূহ সামুদ্রিক সহযোগিতা বৃদ্ধি, জ্ঞানভিত্তিক সক্ষমতা উন্নয়ন এবং আঞ্চলিক সমন্বয় আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন। বর্ণিত কর্মশালার মাধ্যমে সামুদ্রিক পরিস্থিতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন, অপারেশনাল প্রস্তুতি বৃদ্ধি, সংকট ব্যবস্থাপনা উন্নয়ন, সম্পদ সুরক্ষা এবং সামুদ্রিক প্রতিরোধক্ষমতা শক্তিশালী করার সুযোগ আরও বিস্তুত হবে।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত