তথ্য প্রতিবেদক : খুলনা মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক সমীর কুমার সাহাকে মারধরের মামলায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী সত্যানন্দ দত্তকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে খুলনার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন, খুলনা জেলা কারাগারের জেলার মোঃ মুনির হুসাইন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নগরীর শিববাড়ী মোড়ের শ্রীশ্রী কালীমন্দির প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা ও শোভাযাত্রার আয়োজন করে খুলনা মহানগর পূজা উদযাপন ফ্রন্ট। এসময় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী সত্যানন্দ দত্তসহ ২০-৩০ জন ব্যক্তি অনুষ্ঠান বন্ধ করার চেষ্টা করেন। আয়োজকদের পক্ষ থেকে প্রতিবাদ জানালে তারা ক্ষিপ্ত হয়ে ফ্রন্টের আহবায়ক সমীর কুমার সাহার ওপর হামলা চালান।
হামলায় ধারালো অস্ত্রের আঘাতে সমীর কুমার সাহার মাথায় গুরুতর জখম হয় এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে উপস্থিতরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এসময় সমীর সাহাকে রক্ষা করতে এগিয়ে আসা মন্দিরের সাংগঠনিক সম্পাদক সুজয় সাহাকেও মারধরের শিকার হতে হয়।
ঘটনার দিনই আহত সমীর কুমার সাহা বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলার নম্বর ২২, তারিখ ১৬ আগস্ট ২০২৫। এতে সত্যানন্দ দত্তসহ অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করা হয়।
মামলার পর থেকে সত্যানন্দ দত্তকে পুলিশ গ্রেফতার করতে ব্যর্থ হলেও বৃহস্পতিবার তিনি স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে তাকে জেলা কারাগারে প্রেরণের আদেশ দেন।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত