মাগুরায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদের দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে চারজনের প্রাণ গেছে; আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
জেলার পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার জগদল ইউনিয়নে সংঘর্ষ বাঁধলে হতাহতের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইউনিয়নের জগদল মাঝিপাড়া এলাকার রহমান মোল্লা (৫৫), সবুর মোল্লা (৫২), কবির মোল্লা (৫০) ও ইমরান হোসেন (২৫)।
এলাকাবাসী জানান, ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য নজরুল হোসেন। কিন্তু দ্বিতীয় ধাপে তফসিল ঘোষণার পর এ ওয়ার্ড থেকে সৈয়দ আলি নামে আরেকজন সদস্য প্রার্থী হওয়ার ঘোষণা দেন। এ নিয়ে কয়েকদিন ধরে এলাকায় দুজনের সমর্থকদের মধ্যে বাদ-বিবাদ লেগে ছিল। উভয়পক্ষই তিন দিনে কয়েক দফায় লাঠিসোঠা নিয়ে অবস্থান নেয়। তবে তা সংঘর্ষে রূপ নেয়নি। কিন্তু শুক্রবার এক পক্ষ অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালালে প্রতিপক্ষও পালটা হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৪টার দিকে দক্ষিণ জগদল বাজারে অবস্থান নেয় নজরুল মেম্বর সমর্থিতরা। একপর্যায়ে তারা গ্রামে ঢুকে সৈয়দ আলি সমর্থিতদের ওপর হামলা চালায়। এতে ২০ জন আহত হন। তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সবুর মোল্যা, কবির হোসেন, চাচাতো ভাই রহমান মোল্যাকে মৃত ঘোষণা করেন। এদিকে সৈয়দ আলি সমর্থিতরা পালটা হামলা চালালে আরও দুজন আহত হন। এরমধ্যে ইমরান হোসেন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রফিকুল আহসান জানিয়েছেন, আহত অন্যদের অবস্থাও গুরুতর।
বিরোধে জড়িয়ে পড়া নজরুল মেম্বর এবং একই ওয়ার্ডে মনোনয়ন প্রত্যাশী সৈয়দ আলির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। হাসপাতালে চিকিৎসাধীন আহতরা এ হামলার জন্য বর্তমান ইউপি মেম্বর নজরুল মোল্যা ও তার সমর্থকদের দায়ী করেছেন।
এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া কয়েকজনকে আটকও করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত