এম জিয়াউল ইসলাম জিয়া, সীমান্ত ব্যুরো: ভোমরা সিএন্ডএফ এজেন্ট কর্মচারী এ্যসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত নেতারা ১৭ অক্টোবর ২০২১, রবিবার বেলা ১২ টায় ভোমরা বিজিবি আইসিপি চেকপোষ্ট, জিরোপয়েন্ট কার্গো শাখা,ইমিগ্রেশন চেকপোষ্ট, ভোমরা সিএন্ডএফ এ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে সিএন্ডএফ কর্মচারী এ্যসোসিয়েশনের নব নির্বাচিত সভাপতি পরিতোষ কুমার ঘোষ, সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম, সহ-সভাপতি ছদরুল আলম, সাধারন সম্পাদক নাজমুল আলম মিলন, সহ-সাধারন সম্পাদক মিজানুর রহমান, সাংগাঠনিক সম্পাদক হাদিউজ্জামান বাদশাহ, অর্থ ও দপ্তর সম্পাদক নাসিরউদ্দীন, ক্রীড়া ও সমাজকল্যান সম্পাদক মেহেদী হাসান, কাষ্টমস ও বর্ডার সম্পাদক আব্দুল্লাহ আতিকুর, প্রচার ও বন্দর সম্পাদক আরিফুল ইসলাম, কার্যকরী সদস্য সোহেল রানা, মনিরুল ইসলাম ও ইয়াছিন আলিসহ অন্যান্য সিএন্ডএফ কর্মচারীরাও উপস্থিত ছিলেন। প্রথমে নবনির্বাচিত নেতারা বিজিবি আইসিপি চেকপোষ্টের বিজিবি সদস্যদের সাথে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। পরে জিরোপয়েন্ট কার্গো শাখায় সিএন্ডএফ কর্মচারী, কাষ্টমস কর্মকর্তাসহ সকলের সাথে মতবিনিময় ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় শেষে ইমিগ্রেশন চেকপোষ্ট পুলিশ কর্মকর্তাদের সাথে মত বিনিময় করার পরে ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনে গিয়ে সিএন্ডএফ নেতাদের সাথে সৌজন্য সাক্ষাত ও কুশল বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু, সহ-সভাপতি আবু মুসা, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম ও অর্থ সম্পাদক দিপঙ্কর ঘোষ। এসময় সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের নেতারা নব নির্বাচিত সিএন্ডএফ কর্মচারী এ্যাসোসিয়েশনের নেতাদের কাজকর্ম সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা দেন।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত