এম জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা:
খুলনা কাষ্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট এর নতুন কমিশনার মোহাম্মাদ জাকির হোসেন ভোমরা স্থলবন্দর পরিদর্শন করেছেন। তিনি সোমবার (২৩ মে ২০২২) সকাল ১০ টায় ভোমরা শুল্ক স্টেশনের সহকারী কমিশনারসহ অন্যান্য রাজস্ব কর্মকর্তাদের সঙ্গে বন্দরে আমদানী-রপ্তানি বানিজ্য বৃদ্ধি ও রাজস্ব অর্জন সম্পর্কীয় বিষয় নিয়ে আলোচনা করেন। এরপর তিনি কর্মকর্তাদের নিয়ে ভোমরা জিরো পয়েন্ট এলাকা পরিদর্শনকালে ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট, ভোমরা কাষ্টমস যাত্রী ব্যাগেজ অফিস, ভোমরা স্থলবন্দর ওয়্যারহাউজ এবং কাষ্টমসের নব নির্মানাধীন ভবন পরিদর্শন করেন। এ ব্যাপারে শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আমীর মামুন জানান, ভোমরা বন্দর ও কাষ্টমসের সামগ্রিক অবকাঠামো উন্নয়ন আমদানী-রপ্তানি বানিজ্যের প্রসার ও রাজস্ব অর্জনের বিষয়টি নিয়ে তিনি দিক নির্দেশনা দেন। আমদানী-রপ্তানি বানিজ্যের পাশাপাশি রাজস্ব প্রবৃদ্ধির বিষয়টিকে তিনি অধিক গুরুত্ব দেন। এছাড়া শুল্ক স্টেশনের সকল কর্মকর্তা ও কর্মচারীদেরকে স্বচ্ছতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করারও নির্দেশনা দেন। পরিদর্শন শেষে তিনি ভোমরা বন্দর থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হন।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত