সীমান্ত ব্যুরো, সাতক্ষীরা ঃ
আন্তর্জাতিক মাদক বাণিজ্য সিন্ডিকেটের অন্যতম মাদক ব্যবসায়ী লুৎফর রহমান(২২) কে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ পুরিয়া গাঁজা, ১টি ভিভো মোবাইল সেট ও তার ব্যবহৃত মাহিন্দ্রসহ আটক করেছে ভোমরা ক্যাম্পের বিজিবি সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার(২৩ ফেব্রæয়ারী ২০২২) দুপুরে ভোমরা মাহিন্দ্র স্টান্ড থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে যাওয়ার পথে ভোমরা বিজিবি চেকপোষ্ট এলাকায় পৌছালে বিজিবি জোয়ানরা তার চালিত মাহিন্দ্র গাড়িটি গতিরোধ করে। গাড়ি থামিয়ে তার দেহ ও গাড়ি তল্লাশি চালিয়ে গাড়ির হ্যান্ডেলে ঝুলানো বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস বইয়ের মধ্যে রাখা ২১০ পিস ইয়াবা ও চার পুরিয়া গাঁজা উদ্ধার করে বিজিবি জোয়ানরা। এরপর তার ব্যবহৃত একটি ভিভো মোবাইল সেট ও ইঞ্জিন চালিত মাহিন্দ্র গাড়িটি জব্দ করা হয়। বিজিবির হাতে আটককৃত মাদক ব্যবসায়ী লুৎফর রহমান সদর উপজেলার ৭ নং আলিপুর ইউনিয়নের গাংনিয়া গ্রামের আব্দুল গণির পুত্র। সে দীর্ঘদিন যাবত মাহিন্দ্র গাড়িতে যাত্রী বহনের আড়ালে এবং স্থানীয় প্রশাসনের চোখ এড়িয়ে আন্তর্জাতিক মাদক বাণিজ্য সিন্ডিকেটের সঙ্গে মোটা অঙ্কের চুক্তি বাণিজ্যের মাধ্যমে এই মাদক বাণিজ্য চালিয়ে আসছে বলে সীমান্তের একাধিক সূত্র অভিযোগ করেছে। বর্তমানে মাদক ব্যবসায়ী লুৎফর রহমান মাদক বাণিজ্যের অবৈধ কালো টাকা দিয়ে তার নিজ গ্রামে নির্মান করেছে চোখে পড়ার মতো একতলা বিশিষ্ট একটি বাড়ি। এছাড়াও রয়েছে তার নামে এবং বেনামে অবৈধ সম্পদের পাহাড়। অবৈধ অর্থের দাপটে তার সামনে মুখ খুলতে সাহস পায়না এলাকাবাসী। অনেক সময় কালো টাকার প্রভাব বিস্তার করে প্রশাসনকেও ম্যানেজ করার চেষ্টা চালায় সে। মাদক ব্যবসায়ী লুৎফর রহমান বিভিন্ন কৌশল অবলম্বন করে মাদক চোরাচালান বাণিজ্য চালিয়ে যাচ্ছে বলে একটি বিশ্বস্ত সূত্র জানায়। মাদক বাণিজ্যকে বাঁধাহীন ও নির্বিঘœ করতে কখনো কখনো সে সড়কপথ পরিহার করে গ্রাম্য রাস্তা ব্যবহার করে। ভারত-বাংলাদেশের শীর্ষ মাদক ব্যবসায়ীদের সঙ্গে রয়েছে তার গোপন সখ্যতা। মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে ভারত থেকে মাদকের বড় চালান পাঁচার হয়ে আসে বাংলাদেশে। বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর-চব্বিশ পরগনা জেলার অন্তর্গত ঘোজাডাঙ্গা সীমান্তের বিভিন্ন চোরাই রুট দিয়ে অনায়াসে ভোমরা ও ল²ীদাড়ী সীমান্তে পাচার হয়ে আসে মাদকের চালান। এখান থেকে সুযোগ সুবিধা মতো সুকৌশলে মাদকের চালান পাচার হয়ে যায় সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলা শহরে। এদিকে মাদক ব্যবসায়ী লুৎফর রহমানকে মাদকসহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ভোমরা বিজিবি কোম্পানী সদরের কোম্পানী কমান্ডার হুমায়ন কবীর। বিজিবি সূত্র জানায়, মাদকদ্রব্যসহ জব্দকৃত পণ্যের মূল্য নির্ধারন করা হয়েছে ৬ লক্ষ ৫ হাজার ১৫০ টাকা। বুধবার (২৩ ফেব্রæয়ারী ২০২২) মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আটককৃত লুৎফর রহমানকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করেছে বিজিবি।
এম জিয়াউল ইসলাম জিয়া (ছবি আছে)
মোবা: ০১৯১২-৯৯২১৬১
তারিখ: ২৩/০২/২০২২
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত