মোংলা প্রতিনিধি : সক্রিয় মৌসুমি বায়ু আর ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে মোংলার জনজীবন। সোমবার (৭ আগষ্ট) ভোর থেকে টানা ভারী বৃষ্টিতে মোংলা বন্দরে অবস্থানরত পাঁচটি জাহাজের পণ্য ওঠা-নামার কাজ বন্ধ রয়েছে। এছাড়া শহরের নি¤œাঞ্চলের তলিয়ে গেছে রাস্তাঘাট। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে জলবদ্ধতায়। নি¤œ আয়ের মানুষ পড়েছে চরম বিপাকে।
মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ হারুন অর রশিদ জানিয়েছেন, বাংলাদেশের ওপর সক্রিয় মৌসুমী বায়ুর কারণে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত এখনও বহাল রয়েছে। ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত থেকে মোংলায় ১২৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বাতাসের গতিবেগ তেমন না হলেও বৃষ্টির এ ধারা চলবে আগামী ৭২ ঘন্টা পর্যন্ত।
মোংলা নদী পারাপারের ট্রলার চালক মোঃ খলিলুর রহমান জানান, ভোর থেকে ভারী বৃষ্টির কারণে দারুন বিপাকে পড়েছেন তারা। তারপারও জরুরি কাজে বের হওয়া মানুষকে পার করা আমাদের দায়িত্ব। ভিজে ভিজে মানুষের সেই সেবা করেছি।
স্কুল থেকে ভিজেপুড়ে আসা ইসরাত জাহান নামে প্রথম শ্রেণীর এক শিক্ষার্থী জানায়, পড়াশোনা করতে হলে রোদ বৃষ্টি দেখে লাভ নাই, বৃষ্টি না কমায় তাই স্কুল ছুটির পর ভিজেই বাড়ী যাচ্ছি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, বন্দরে অবস্থানরত ৯টি জাহাজের মধ্যে পশুর নদী ও হারবাড়িয়ায় অবস্থানরত ক্লিংকার, জিপসাম, সার ও পাথরসহ ৫টি জাহাজের পণ্য ওঠা নামার কাজ বন্ধ রয়েছে। দূর্যোগ কেটে গেলে এসব জাহাজে পূনরায় কাজ শুরু হবে।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত