মিলন হোসেন বেনাপোল,
ভারতে পাচারের সময় চৌগাছা ব্যাংদা সীমান্ত এলাকা থেকে সাড়ে ১২ কেজি ওজনের ১০৬ পিচ স্বর্নের বার সহ সাজু আহম্মেদ নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আজ দুপুরে ঝিকরগাছা উপজেলার ব্যাংদা সীমান্ত এলাকার একটি মাঠ থেকে স্বর্ণের চালানটি আটক করা হয়। স্বর্ণসহ আটক সাজু আহমেদ যশোরের চৌগাছা থানার কাবিলপুর গ্রামের মৃত আব্দুল সালামের ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বিকাল ৫ ঘটিকার সময় বেনাপোল বিওপি আয়োজনে এক সংবাদ সম্মেলনে জানান যশোরের ঝিকরগাছা বেংদা সীমান্ত দিয়ে বড় ধরনের একটি স্বর্ণের চালান পাচার হয়ে ভারতে যাচেছ এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে সাজু আহম্মেদকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে স্বর্ণের বার গুলো জব্দ করা হয়। উদ্ধারকুত স্বর্ণের ওজন সাড়ে ১২ কেজি। যার বাজার মুল্য ১০ কোটি ১০ হাজার টাকা।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত