রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের দায়িত্বে থাকা বাহিনীর মহড়া পর্যবেক্ষণ করলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ বার্তা সংস্থা আরআইএর বরাত দিয়ে আল–জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এ মহড়ায় রাশিয়ান পারমাণবিক অস্ত্রাগারের দায়িত্বে থাকা বাহিনী একটি ইয়ার্স আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র এবং সাবমেরিন থেকে একটি সিনিয়েভা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। এছাড়া টুপোলেভ টিইউ-৯৫ বোমারু বিমান থেকে অনুশীলন লক্ষ্যবস্তুর ওপর ক্রুজ মিসাইলও নিক্ষেপ করা হয়।
ইউক্রেন যুদ্ধের মাত্রা রাশিয়া আরও বাড়াতে পারে এমন আশঙ্কার মধ্যেই পারমাণবিক মহড়া পরিচালনা করেছে রাশিয়ান বাহিনী। আর সে মহড়া পর্যবেক্ষণ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর স্কাই নিউজ-এর।
রাষ্ট্রীয় টেলিভিশনের ছবিতে দেখা গেছে, একটি নিয়ন্ত্রণকক্ষে বসে ভিডিওর মাধ্যমে পূর্বনির্ধারিত ওই পারমাণবিক পরীক্ষা দেখছেন পুতিন। দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ওই মহড়াটি 'বৃহৎ পারমাণবিক আক্রমণের' সিমুলেশ ছিল।
মহড়ায় রাশিয়ার পারমাণবিক বাহিনী অনেকগুলো ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল উৎক্ষেপণ করার পরীক্ষা চালিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু বলেছেন, 'শত্রুর পারমাণবিক আক্রমণের মুখে পাল্টা বৃহৎ পারমাণবিক আক্রমণ চালানোর অনুশীলনের জন্য এ মহড়াটি করা হয়েছে।'
এর আগে, রাশিয়ার অঞ্চলে কোনো আক্রমণ প্রতিহত করার জন্য 'যেকোনো উপায় অবলম্বন' করবেন বলে সতর্ক করে দিয়েছিলেন পুতিন। আর এ যেকোনো উপায়ের মধ্যে পারমাণবিক হামলাও রয়েছে। তার এ হুমকির পর এমন অনুশীলনের দেখা গেল।
ইয়ার্স আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়েছে এ মহড়ায়। ছবি: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়/রয়টার্স
এ মহড়ায় রাশিয়ান পারমাণবিক অস্ত্রাগারের দায়িত্বে থাকা বাহিনী একটি ইয়ার্স আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র এবং সাবমেরিন থেকে একটি সিনিয়েভা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে।
এছাড়া টুপোলেভ টিইউ-৯৫ বোমারু বিমান থেকে অনুশীলন লক্ষ্যবস্তুর ওপর ক্রুজ মিসাইলও নিক্ষেপ করা হয়।
মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, রাশিয়া নিজেদের পারমাণবিক মহড়ার কথা তাদেরকে অবগত করেছিল। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার টিকে থাকা শেষ অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির শর্তগুলো মেনে নিয়েই এ মহড়া চালিয়েছে মস্কো।
রাশিয়া তাদের পারমাণবিক বাহিনীকে প্রশিক্ষণ দিতে ও নিজেদের পারমাণবিক প্রস্তুতির জানান দিতে প্রতিবছরই ভূমি, সাগর ও আকাশভিত্তিক পারমাণবিক মহড়া পরিচালনা করে।
আল জাজিরা'র খবরে জানা গেছে, ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ বিশ্বাস করেন রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না।
'আমার ব্যক্তিগত অভিমত হলো, পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না,' এক সংবাদ সম্মেলনে বলেন তিনি।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত