খবর বিজ্ঞপ্তির : ব্যবসায়ীদেরকে অর্থনীতির প্রাণশক্তি অভিহিত করে খুলনাকে ব্যবসা বান্ধব নগরী হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন নজরুল ইসলাম মঞ্জু।
ব্যবসায়ীরা ন্যায়নিষ্ঠ ও ইমানদার হলে জনসাধারণ উপকৃত হয়, আর অন্যথা হলে সাধারণ মানুষের দূর্ভোগের শেষ থাকে না বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে খুলনা মহানগরীর রূপসা ট্রাফিক মোড় এলাকা থেকে নির্বাচনী গণসংযোগের শুরু করে নতুন বাজার লঞ্চঘাট এলাকায় শেষ হয়। এসময় এসব কথা বলেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে খুলনার সদর আসন থেকে প্রতিদ্বন্দ্বী এই প্রার্থী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলের ধারাবাহিকতায় ৫ আগস্টের পরেও বিভিন্ন জায়গায় ক্ষুদ্র, মাঝারি ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা নানা ভাবে হয়রানি ও চাঁদাবাজির শিকার হচ্ছেন বলে তার কাছে অভিযোগ এসেছে।
তিনি বলেন, ব্যবসায়ীরা চাঁদা দিলে ক্রেতারা বাড়তি দামের যাতাকলে পিষ্ট হয়। এমপি নির্বাচিত হলে খুলনা মহানগরীতে কোন ধরনের সমাজবিরোধী গোষ্ঠী অপতৎপরতা চালাতে পারবে না বলে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট এস এম শফিকুল আলম মনা, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, মাহবুব হাসান পিয়ারু, শের আলম সান্টু, একরামুল হক হেলাল, কেএম হুমায়ুন কবির, ইউসুফ হারুন মজনু, আল জামাল ভূঁইয়া, শামসুজ্জামান চঞ্চল, শরিফুল ইসলাম বাবু, শফিকুল ইসলাম শফি, মোস্তফা কামাল, রিয়াজুর রহমান, আলমগীর কবির, খায়রুল ইসলাম লাল, সিদ্দিকুর রহমান, জাহিদ কামাল টিটু, আলমগীর হোসেন আলম, আবু বক্কর, ময়েজ উদ্দিন চুন্নু, নূরুল ইসলাম দিপু, জিয়াউর রহমান, সমির সাহা, জহিরুল ইসলাম, খান মঈনুল ইসলাম মিঠু, সিরাজল ইসলাম লিটন, মফিজুল সরদার, জাহাঙ্গীর মল্লিক, শামসুল আলম বাদল, সাহারুজ্জামান মুকুল, তরিকুল আলম, শহিদুল ইসলাম, এম এ হাসান, কবির সরদার, আবুল বাসার, নাসির খান, আজমল সরদার, শরিফুল সরদার, সুলতানা, নেন্সি, বাবু, রিজভীসহ এিনপি থানা, ওয়ার্ড ও অঙ্গদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত