মিলন হোসেন বেনাপোল,
বেনাপোল পুটখালী সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ রত্না বেগম (৩৪) নামে এক নারী স্বর্ণ পাচারকারী আটক হয়েছে।আটক রত্না বেগম পুটখালী উত্তর পাড়া গ্রামের কামাল হোসেনের স্ত্রী।
রোববার (৬ই নভেম্বর ২০২২) রাত ৯.১৫ টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা পুটখালী সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৬২ আর পিলার হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী উত্তরপাড়ার আয়না খাতুনের বাড়ীর পশ্চিম পার্শ্বে কলাবাগানের মধ্যে তল্লাশী করে ওই নারীকে আটক করা হয়। পরে নারী বিজিবি সদস্যদের দিয়ে তার দেহে তল্লাশি করে এ বিপুল পরিমাণে স্বর্ণেরবার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৬৫ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ৮২ লাখ ৩৪ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছেন বিজিবি।
খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, রোববার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি এক নারী বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে পাচারের উদ্দেশ্যে ভারতে পাচার উদ্দেশ্যে পুটকালীন সীমান্তের দিকে যাচ্ছে। এ সময়ে ওই নারী পুটখালী উত্তরপাড়া সীমান্তের সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৬২ আর পিলার হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আয়না খাতুনের বাড়ীর পশ্চিম পার্শ্বে কলাবাগানের মধ্যে প্রবেশ করলে ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়। পরে তার দেহে তল্লাশি করে ১০টি স্বর্ণের বর উদ্ধার করা হয়। আটকৃত নারীর বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত