মিলন হোসেন বেনাপোল,
মহামারি করোনা ভাইরাসের ভেতর সে সমস্ত বাংলাদেশী পাসপোর্ট যাত্রী ভারত থেকে বাংলাদেশে ফেরত আসছে তাদেরকে ইমিগ্রেশন কার্যক্রম শেষে যশোর জেলা পুলিশের সৌজন্যে করোনা সুরক্ষা সামগ্রী বিতরন করা হচ্ছে।
মঙ্গলবার সকালে সরেজমিনে ইমিগ্রেশনে গিয়ে দেখা যায় নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান ও পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান সহ পুলিশের একটি টিম এ করোনা সুরক্ষা সামগ্রী বিতরন করছে।যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার এর নির্দেশনায় এ বিতরণ চলমান থাকবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান।
নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান জানান মহামারি করোনা ভাইরাসে ভারত থেকে যে সমস্ত বাংলাদেশী পাসপোর্ট যাত্রী ফেরত আসছে তাদের কে রিসিভ করার পর পোর্ট থানার পুলিশ সহ স্থানীয় প্রশাসন এ সমস্ত যাত্রীদের ১৪ দিনের আবাসিক কোয়ারেন্টাইনে রাখছেন ।বেনাপোল ১৩টি আবাসিক হোটেলে যে সমস্ত পাসপোর্ট যাত্রীরা অবস্থায় করছে।তারা যেন হোটেল থেকে নেমে বাজারে চলাফেরা না করতে পারে এ জন্য দিনরাত বেনাপোল পোর্ট থানার পুলিশ ডিউটিরত আছে।
এদিকে এলাকার অনেকেই জানিয়েছেন বেনাপোল বন্দরের আশেপাশে যে সমস্ত বাজার গুলো আছে। সেই সমস্ত বাজারে ভারতীয় ট্রাক ড্রাইভাররা যাতে অবাধে চলাফেরা না করে এ জন্য বেনাপোল পোর্ট থানার পুলিশ সব সময় টহলরত আছে।করোনা ভাইরাস কঠোর ভাবে প্রতিরোধ ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরন করায় যশোর জেলা পুলিশ কে ধন্যবাদ জানিয়েছেন এলাকার সূধী সমাজ।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০৮/০৬ /২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত