ক্রীড়া ডেস্ক: একইদিনে মেয়েদের ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল দক্ষিণ আমেরিকার দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা। পানামার বিপক্ষে ৪-০ গোলে জয় দিয়ে আসর শুরু করা ব্রাজিল দ্বিতীয় ম্যাচেই ২-১ গোলে হেরে গিয়েছিল ফ্রান্সের কাছে।
গ্রুপ-‘এফ’ এ আজ জ্যামাইকার বিপক্ষে তাই জয়ের বিকল্প ছিল না তাদের সামনে। কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচে গোলশূন্য ড্র করায় ছিটকে গেছে ব্রাজিল। ৩ ম্যাচে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। একই গ্রুপের আরেক ম্যাচে পানামাকে বিধ্বস্ত করে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে ফ্রান্স। এই গ্রুপ থেকে তাদের সঙ্গী হয়েছে জ্যামাইকা।
অন্যদিকে নিউজিল্যান্ডের ওয়াইকাটো স্টেডিয়ামে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে সুইডেনের কাছে ২-০ গোলে হেরেছে আর্জেন্টিনার মেয়েরা। এই হারে কোনো ম্যাচ না জিতেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিল দলটি। এর আগে ইতালির কাছে হার দিয়ে আসর শুরু করা আর্জেন্টিনা নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল। ৩ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপের শেষ স্থানে থেকে বিদায় নিল তারা। আর ৩ ম্যাচের সবগুলোতেই জিতে শেষ ষোলোয় উঠেছে সুইডেন। আরেক ম্যাচে ইতালিকে হারিয়ে সুইডেনের সঙ্গী হয়েছে দক্ষিণ আফ্রিকা।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত