এম জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা (সাতক্ষীরা): বাংলাদেশ পুলিশ বিভগীয় খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদউদ্দীন (বিপিএমবার) সোমবার বিকাল ৪ টায় বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্ট পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাকে জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অর্নার প্রদান করার পর ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ইমিগ্রেশন কার্যালয়ে কর্মরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে অবকাঠামো উন্নয়ন, পাসপোর্ট যাত্রী চলাচল, করোনা প্রতিরোধমূলক যাত্রীসেবা, সরকারের সকল প্রকার স্বাস্থ্যবিধি অনুসরন ও আমদানী-রপ্তানী বাণিজ্য সম্পর্কীয় বিষয় নিয়ে আলোচনা বৈঠকে মিলিত হন। এরপর তিনি বাংলাদেশ-ভারত সীমানার ৩ নং মেইন পিলার সংলগ্ন জিরোপয়েন্ট এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তার সফর সঙ্গী ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, সদর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন ও ট্রাফিক পরিদর্শক কামরুজ্জামান। পরিদর্শন চলাকালে জিরোপয়েন্ট কার্গোশাখা এলাকায় ভোমরা কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম ও অর্থসম্পাদক দিপঙ্কর ঘোষ, ড. খন্দকার মহিদউদ্দীন (বিপিএমবার) এর সঙ্গে মত বিনিময় করেন। এছাড়া তিনি আন্তর্জাতিক রুটের সাতক্ষীরা ভোমরা বন্দর সড়ক চলাচল অব্যবস্থাপনা ও জনদূর্ভোগ স্বচক্ষে দেখেন। তিনি পরিদর্শন শেষে ভোমরা-সাতক্ষীরার প্রধান বন্দর সড়কটির যাতায়াত অবস্থা বেহালদশায় পরিণত হওয়ায় পাশ্ববর্তী শ্রীরামপুর-ভোমরা আঞ্চলিক সড়ক পথে দেবহাটা-কালীগঞ্জ পুলিশ সার্কেল পরিদর্শনে যান।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত