করোনাভাইরাস মহামারির মধ্যে পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এদুয়ার্দ ফিলিপ্পে। দেশটির মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবেই তার এ পদত্যাগ। প্রেসিডেন্ট কার্যালয় এলিসি প্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, মহামারির সময়ে ক্রমেই জনপ্রিয় হতে থাকা প্রধানমন্ত্রী গতকাল শুক্রবার পদত্যাগপত্র জমা দিয়েছেন। জ্যঁ কাস্তেকে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোন। খবর বিবিসির।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, তিন বছর ক্ষমতায় থাকার পর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন ফিলিপ। এছাড়া করোনাভাইরাসের জেরে দেশের পরিস্থিতির প্রেক্ষাপটে মন্ত্রিসভায় রদবদলে আগ্রহীও ছিলেন প্রেসিডেন্ট ম্যাক্রো।
তবে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর পক্ষ থেকে ঘোষণার আগেই ফিলিপের পদত্যাগ নিয়ে জল্পনা রয়েছে। তবে নতুন মন্ত্রিসভা গঠন পর্যন্ত তিনিই দায়িত্বে থাকবেন। রোববারই নতুন সরকার গঠনে রদবদল হবে বলে জানা গেছে।
যদিও বিবিসির দাবি, প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেই পদত্যাগপত্র দিয়েছেন প্রধানমন্ত্রী ফিলিপ। অবশ্যই ম্যাক্রোর এতে সায় রয়েছে। বৃহস্পতিবারই এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী ফিলিপের প্রশংসা করেছিলেন প্রেসিডেন্ট। তবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 'নতুন সরকার গঠন' হবে বলেও জানিয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, ফরাসি সরকারে প্রেসিডেন্টের পাঁচ বছরের মেয়াদকালে প্রধানমন্ত্রী পরিবর্তন নতুন নয়। দেশে করোনা পরিস্থিতি সামলানো নিয়ে যথেষ্টই চাপে রয়েছে ম্যাক্রোর সরকার। ফ্রান্সে এ পর্যন্ত করোনা আক্রান্ত ১ লাখ ৬৬ হাজার। মৃত্যু হয়েছে ২৯ হাজারের বেশি মানুষের।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত