খবর বিজ্ঞপ্তির : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক ও খুলনা-৬ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদের মত নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন, আমরা আল্লাহর সাহায্যে তাদের সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করব। তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না। কোনো প্রশাসনিক ক্যু করতে দেওয়া হবে না।
ভোট কেন্দ্রে কোনো মস্তানতন্ত্র চলবে না। কালো টাকার কোনো খেলা সহ্য করা হবে না। আবু সাঈদরা চলে গেলেও তারা যে আওয়াজ, যে শিক্ষা, যে অনুপ্রেরণা রেখে গিয়েছে তা আমাদের প্রেরণা। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই- আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই-সংগ্রাম চলবে ইনশাআল্লাহ।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে খুলনা জেলার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়াও মাওলানা আবুল কালাম আজাদ দিনব্যাপী বাগালী ইউনিয়নের ঘুগরাকাটী ফাজিল মাদরাসা ময়দানে মহিলা সমাবেশ, এস ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী সমাবেশ, আমাদী ইউনিয়নের খেওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মহিলা সমাবেশ করেন।
আমাদী ইউনিয়ন আমীর মাওলানা সাজ্জাদুল ইসলাম সভাপতিত্বে ও সেক্রেটারি তৈয়্যেবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি খুলনা জেলা সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, সহকারী সেক্রেটারি এডভোকেট মুস্তাফিজুর রহমান, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শেখ আবুল কালাম আজাদ, ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার আল গিফারী, কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা শেখ সায়ফুল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা সুজা উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস কয়রা উপজেলা সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল আহমেদ, যুব বিভাগ সভাপতি মুফতি আলমগীর হোসেন প্রমুখ।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত