তথ্য ডেস্কঃ ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্র আবারও চালু হয়েছে। প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার এই পরমাণু বিদ্যুৎকেন্দ্রটিকে আবার চালু করা হয়েছে। শনিবার ইরানের সরকারি আন্তর্জাতিক সম্প্রচার রেডিও নেটওয়ার্কের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
ইরানের রাষ্ট্র পরিচালিত বিদ্যুৎ সংস্থা তাভানিরের মুখপাত্র মোস্তাফা রাজাবি মাশহাদির বরাত দিয়ে আইআরআইবি বলছে, মেরামত শেষে বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্র আবারও চালু হয়েছে। এর ফলে সেখান থেকে ইরানের জাতীয় বিদ্যুৎ গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ যোগ হয়েছে।
২১ জুন ইরানের পরমাণু শক্তি সংস্থার জনসংযোগ বিভাগ এক বিবৃতি প্রকাশ করে বলেছিল, বুশেহর পরমাণুকেন্দ্রে কারিগরি সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যা সারিয়ে তুলতে কয়েক দিন লাগবে। এ কারণে সেখান থেকে বিদ্যুৎ সরবরাহ আপাতত বন্ধ থাকবে।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত